Manmohan Singh Demise: দেশের একমাত্র প্রধানমন্ত্রী মনমোহন সিং, যার স্বাক্ষর ছিল নোটে, জানেন কেন?
Former RBI Governor Manmohan Singh: মনমোহন সিংয়ের কর্মজীবনের কথা বলতে গেলেই এমন এক সাফল্যের উল্লেখ করতে হয়, যার ভাগিদার একমাত্র তিনিই। মনমোহন সিং-ই দেশের একমাত্র প্রধানমন্ত্রী, যার স্বাক্ষর টাকায় ছিল।
নয়া দিল্লি: তিনি শুধু দেশের প্রধানমন্ত্রীই ছিলেন না। তার আগে সামলেছেন অর্থমন্ত্রীর দায়িত্বও। দায়িত্ব পালন করেছেন অর্থনৈতিক উপদেষ্টা, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর হিসাবেও। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবন ও কেরিয়ার ছিল বেশ আকর্ষণীয়। জানেন কি, মনমোহন সিং-ই দেশের একমাত্র প্রধানমন্ত্রী, যার স্বাক্ষর রয়েছে দেশের মুদ্রায়?
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর প্রয়াত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আগামিকাল, শনিবার তাঁর শেষকৃত্য় সম্পন্ন হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার্ঘ জানাতে কেন্দ্রের তরফে ৭ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়েছে। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।
মনমোহন সিংয়ের কর্মজীবনের কথা বলতে গেলেই এমন এক সাফল্যের উল্লেখ করতে হয়, যার ভাগিদার একমাত্র তিনিই। মনমোহন সিং-ই দেশের একমাত্র প্রধানমন্ত্রী, যার স্বাক্ষর টাকায় ছিল।
দেশের মুদ্রা অর্থাৎ রুপিতে স্বাক্ষর করার সম্মান বা অধিকার সকলের নেই। একমাত্র রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নরই এই সম্মান পান। প্রতিটি নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষর থাকে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পরিবর্তন হলে মুদ্রিত নোটে গভর্নরের স্বাক্ষরও পরিবর্তন হয়। নতুন গভর্নরের স্বাক্ষর যোগ হয় নোটে।
কেন মনমোহন সিংয়ের স্বাক্ষর ছিল নোটে?
প্রধানমন্ত্রী হওয়ার আগে মনমোহন সিং অর্থমন্ত্রীও ছিলেন। তবে রাজনীতিতে প্রবেশের আগে তিনি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮২ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি আরবিআই-র গভর্নর ছিলেন তিনি। সেই সময় দেশের মুদ্রায় মনমোহন সিংয়ের স্বাক্ষর ছিল।