“কৃষকরা কেবল অজুহাত”,মাঠে নেমেই আপ-কে “ছক্কা” গৌতম গম্ভীরের

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 08, 2020 | 6:02 PM

প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি (BJP)-র সাংসদ গৌতম গম্ভীর টুইট করে লেখেন, "পঞ্জাবে ক্ষমতায় আসার জন্য কেবলমাত্র অজুহাত কৃষকরা! একমাত্র অরবিন্দ কেজরীবালই নিজেকে বাড়িতে বন্দি করে 'গৃহবন্দি' করা হয়েছে বলে চিৎকার করতে পারেন।"

কৃষকরা কেবল অজুহাত,মাঠে নেমেই আপ-কে ছক্কা গৌতম গম্ভীরের
বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: বহুদিন বাদে ময়দানে নামলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নেমেই হাঁকালেন “ছক্কা”। কৃষক আন্দোলন ও ভারত বনধ সমর্থন নিয়ে আপ সরকারের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করে জানান, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) কৃষকদের সমর্থন করছেন কেবল পঞ্জাব (Punjab)-এ ক্ষমতায় আসার জন্য।

আজ সকালেই আম আদমি পার্টি (Aam Aadmi Party)-র তরফে টুইট করে জানানো হয়, দিল্লি-হরিয়ানা সীমান্তে গতকাল আন্দোলনকারী কৃষকদের সঙ্গে দেখা করার পর থেকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে গৃহবন্দি (House Arrest) করে রেখেছে পুলিস। কোনও মিটিংয়ে যেতে দেওয়া হচ্ছে না। যদিও আপ-র এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে দিল্লি পুলিস (Delhi Police)।

এরপরই প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি (BJP)-র সাংসদ গৌতম গম্ভীর টুইট করে লেখেন, “পঞ্জাবে ক্ষমতায় আসার জন্য কেবলমাত্র অজুহাত কৃষকরা! একমাত্র অরবিন্দ কেজরীবালই নিজেকে বাড়িতে বন্দি করে ‘গৃহবন্দি’ করা হয়েছে বলে চিৎকার করতে পারেন।”

আরও পড়ুন: “ধনে আর মেথির তফাত জানলে বলুন”, রাহুলকে কটাক্ষ বিজয় রুপানির

কেবল গৌতম গম্ভীরই নন, গতকাল কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad)-ও কংগ্রেস (Congress)-কে আক্রমণ করেন কৃষক আন্দোলনে সমর্থন জানানোর জন্য। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)-ও বিরোধী দলগুলির বিরুদ্ধে কৃষি আইন নিয়ে রাজনীতি করার অভিযোগ আনেন।

অন্যদিকে গৌতম গম্ভীরের দাবিকে সম্পূর্ণরূপে উড়িয়ে দিতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ পঞ্জাবে কংগ্রেসের পরই দ্বিতীয় ক্ষমতাশালী দল আম আদমি পার্টি (AAP)। দুটি দলই কৃষক আন্দোলনকে সমর্থন জানালেও দলের প্রধানরা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েছেন কেন্দ্রের কৃষি আইনকে ঘিরেই।

আরও পড়ুন: কৃষক আন্দোলনে ‘কোণঠাসা’ সরকার? মঞ্চে অমিত শাহ, আজই বৈঠক

Next Article