Video: চলন্ত ট্রেনের কোচে আগুন, দেখুন ভিডিয়ো

Train Catches Fire: দিল্লি থেকে বিহারগামী একটি মালবাহী ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। উত্তর প্রদেশের সীতাপুরে আচমকা এই চলন্ত ট্রেনের একটি কোচে আগুন লেগে যায়। যদিও কোচে আগুন লাগার পরই ট্রেনের কর্মীদের নজরে পড়ে। ফলে বড় কোনও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Video: চলন্ত ট্রেনের কোচে আগুন, দেখুন ভিডিয়ো
ট্রেনের বগিতে আগুন। ফাইল ছবি।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jun 17, 2024 | 12:03 PM

সীতাপুর: একদিকে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, অন্যদিকে চলন্ত ট্রেনের কোচে অগ্নিকাণ্ড। প্রথম ঘটনাটি পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি সংলগ্ন এলাকায় ঘটলেও দ্বিতীয় ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সীতাপুরে। সোমবার সকালেই একসঙ্গে এই দুটি রেল দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দিল্লি থেকে বিহারগামী একটি মালবাহী ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। উত্তর প্রদেশের সীতাপুরে আচমকা এই চলন্ত ট্রেনের একটি কোচে আগুন লেগে যায়। যদিও কোচে আগুন লাগার পরই ট্রেনের কর্মীদের নজরে পড়ে। ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ট্রেনে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে সঙ্গে সঙ্গে কোচের আগুন নেভান রেলকর্মীরা।

প্রসঙ্গত, এদিন সকালেই নিউ জলপাইগুড়ি স্টেনে রাঙাপানি এলাকায় মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেনের ৩টি কামরা একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। যার মধ্যে জেনারেল বগি ছিল। দুর্ঘটনার পরই অবশ্য যুদ্ধকালীন তৎপরতায় রেলের তরফে উদ্ধারকাজ শুরু হয়। শেষ পাওয়া খবর পর্যন্ত ৬ জনের দেহ উদ্ধার হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পরে বলে আশঙ্কা করা হচ্ছে।