Gujarat – Himachal Exit Poll Results LIVE: গুজরাট-হিমাচল ধরে রাখতে পারবে বিজেপি, কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

| Edited By: | Updated on: Dec 06, 2022 | 12:48 AM

Exit Poll Result 2022: গুজরাট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পরই গুজরাট ও হিমাচল প্রদেশের নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। কাদের হাতে থাকবে এই দুই রাজ্যের ক্ষমতা?

Gujarat - Himachal Exit Poll Results LIVE: গুজরাট-হিমাচল ধরে রাখতে পারবে বিজেপি, কী বলছে বুথ ফেরত সমীক্ষা?
দুই রাজ্যে ক্ষমতা ধরে রাখার চ্যালেঞ্জ বিজেপির সামনে

আহমেদাবাদ: সোমবার (৫ ডিসেম্বর), বিকেল ৫টায় শেষ হল গুজরাট বিধানসভার দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এদিন ভোট পড়েছে প্রায় ৫৯ শতাংশ। এর আগে, গত ১ ডিসেম্বর গুজরাটের প্রথম দফার ভোট গ্রহণ করা হয়েছিল। ওই দিন ভোট পড়েছিল ৬৩ শতাংশ। তার আগে ১২ নভেম্বর ভোটগ্রহণ করা হয়েছিল হিমাচল প্রদেশে। ৮ ডিসেম্বর দুই রাজ্যেরই ভোটের ফল প্রকাশ করা হবে। গুজরাটে প্রায় তিন দশক ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। হিমাচল প্রদেশেও বর্তমানে ক্ষমতায় আছে গেরুয়া শিবিরই। হিমাচলের রীতি অনুযায়ী, প্রত্যেক ভোটেই ক্ষমতাসীন দল পরাজিত হয়। অন্যদিকে গুজরাটেও এবার প্রতিষ্ঠান বিরোধিতার মোকাহিলা করতে হচ্ছে বিজেপিকে। এই অবস্থায় এই দুই রাজ্য কি ধরকে রাখতে পারবে গেরুয়া শিবির? এই প্রশ্নের উত্তরের খোঁজ চলছে। ফল প্রকাশের আগেই তার আভাস মিলতে পারে বুথ ফেরত সমীক্ষায়। এদিন গুজরাট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর, বিভিন্ন সমীক্ষা সংস্থার পক্ষ থেকে দুই রাজ্যেরই নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। বুথ ফেরত সমীক্ষার ফল অবশ্য সব সময় যে মিলে যায় তা নয়, তবে অনেক সময়ই এই ধরনের সমীক্ষা থেকে ফলাফলের প্রবণতা ধরা যায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 05 Dec 2022 09:02 PM (IST)

    এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১৪০টি আসন

    এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১২৮ থেকে ১৪০টি আসন, কংগ্রেস পেতে পারে ৩১ থেকে ৪৩টি আসন। আপ পেতে পারে ৩ থেকে ২১টি আসন। অন্যান্যরা পেতে পারে ২ থেকে ৬টি আসন।

  • 05 Dec 2022 08:57 PM (IST)

    নিউজএক্সের সমীক্ষাতেও এগিয়ে বিজেপি

    নিউজএক্সের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১১৭ থেকে ১৪০টি আসন।  কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৩৪ থেকে ৫১টি আসন। আর আপ পেতে পারে ৬ থেকে ১৩টি আসন। অন্যান্যদের ভাগ্যে কোনও আসন আসবে না বলেই  পূর্বাভাস দিয়েছে নিউজএক্স।

  • 05 Dec 2022 08:37 PM (IST)

    রেকর্ড সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করবে বিজেপি: সিআর পাটিল

    গুজরাট বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশের পর, রাজ্যের বিজেপি প্রধান সিআর পাটিল জানিয়েছেন, তাঁদের দল রেকর্ড সংখ্যা নিয়ে সরকার গঠন করবে।

  • 05 Dec 2022 08:31 PM (IST)

    ১৩১টি আসনে জয়ী হতে পারে বিজেপি

    নির্বাচনী সমীক্ষক সংস্থা ইটিজি-র মতে গুজরাটে বিজেপির ১৩১টি আসনে জয়ী হতে পারে। কংগ্রেস পেতে পারে মাত্র  ৪১টি আসন। ৷ জন কি বাত এবং পি-মার্কের সমীক্ষাতেও বিজেপির বড় জয়ের পূর্বাভাস পাওয়া গিয়েছে।

  • 05 Dec 2022 08:16 PM (IST)

    গুজরাটে ৪৭ শতাংশ ভোট পেতে পারে বিজেপি

    TV9-এর সমীক্ষা অনুযায়ী গুজরাটে মোট বৈধ ভোটের ৪৭ শতাংশ ভোট পেতে পারে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৩৫ শতাংশ। আপ পেতে পারে ১২ শতংশ, আর অন্যান্যরা পেতে পারে ৬ শতাংশ ভোট।

  • 05 Dec 2022 07:51 PM (IST)

    হিমাচলে কংগ্রেস?

    অ্যাক্সিস মাই ইন্ডিয়া-ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুযায়ী হিমাচল প্রদেশে রাজ্যের ঐতিহ্য মেনেই ক্ষমতা বদল হতে পারে। এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে পারে, ৩০-৪০ টি  আসন। বিজেপি পেতে পারে ২৪-৩৪ টি আসন। এই সমীক্ষার ফলও বলছে হিমাচলে একটিও আসন না পাওয়ার সম্ভাবনা আপের। অন্যান্যরা পেতে পারে ৪-৮ টি আসন।

  • 05 Dec 2022 07:48 PM (IST)

    গুজরাটের সার্বিক চিত্র

    TV9-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী গুজরাট বিধানসভার ছবি হতে পারে এই রকম -

    বিজেপি - ১২৮, কংগ্রেস - ৪৫, আপ - ৪, অন্যান্য - ৫

  • 05 Dec 2022 07:18 PM (IST)

    হিমাচলে হাড্ডাহাড্ডি লড়াই, শূন্য আপ

    অন্যদিকে TV9-এর সমীক্ষা অনুযায়ী হিমাচলে সম্ভবত একটিও আসন জিততে পারবে না আপ। বিজেপি জিততে পারে ৩২-৩৪ টি আসন। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৩০-৩২টি আসন।

  • 05 Dec 2022 07:03 PM (IST)

    আপ আটকে এক সংখ্যায়

    আপ পেতে পারে ৩-৫টি আসন, আর অন্যান্যরা পেতে পারে ৩ থেকে ৭টি আসন

  • 05 Dec 2022 07:02 PM (IST)

    কংগ্রেস পেতে পারে ৫০টি

    কংগ্রেস জিততে পারে ৪০ থেকে ৫০টি আসন

  • 05 Dec 2022 06:57 PM (IST)

    গুজরাটে ফিরছে বিজেপি

    TV9 ভারতবর্ষের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী গুজরাটে ফিরতে চলেছে বিজেপিই। শুধু তাই নয়, গত নির্বাচনের থেকে ভাল ফল করতে চলেছে তারা। বিজেপি পেতে পারে ১২৫-১৩০টি আসন।

  • 05 Dec 2022 06:50 PM (IST)

    ২০১৭ সালে হিমাচল প্রদেশ বিধানসভা ভোটের চিত্র

    ২০১৭ সালের হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল

    মোট আসন: ৬৮, জয়ের ম্যাজিক সংখ্যা - ৩৫

    বিজেপি - ৪৪

    কংগ্রেস - ২১

    নির্দল - ২

    সিপিআইএম - ১

  • 05 Dec 2022 06:46 PM (IST)

    ২০১৭ সালে গুজরাট বিধানসভা ভোটের চিত্র

    গুজরাট বিধানসভা নির্বাচন ২০১৭ -

    মোট আসন - ১৮২, জয়ের ম্যাজিক সংখ্যা - ৯২

    বিজেপি - ৯৯

    কংগ্রেস - ৭৭

    নির্দল - ৩

    বিটিপি - ২

    এনসিপি - ১

Published On - Dec 05,2022 6:42 PM

Follow Us: