Sabarimala: পরিবহন থেকে পরিবেশ, সবরীমালা নিয়ে একগুচ্ছ দাবি কেরল সরকারের কাছে
গ্লোবাল আয়াপ্পা ফেলোশিপ চালু করার কথা বলা হয়েছে। পাশাপাশি, বিদেশে বসবাসকারী মালয়ালী কমিউনিটিকে যুক্ত করার কথা বলা হয়েছে। উন্নয়নমূলক প্রজেক্টের জন্য টাকা জোগাড় করার কথা ও স্বচ্ছতার কথাও দাবিতে উল্লেখ রয়েছে।

নয়া দিল্লি: সবরীমালায় ভক্তদের আরও সুন্দর অভিজ্ঞতা দিতে এবার উদ্যোগী হলেন দীনেশ নায়ার। গুজরাটের মালয়ালি কমিউনিটির প্রতিনিধি হিসেবে একগুচ্ছ বিশেষ দাবি জানিয়েছেন তিনি। লোক কেরালা সভার অন্যতম আমন্ত্রিত ও দ্য ওয়ার্ল্ড মালয়ালি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দীনেশ নায়ার জানিয়েছেন, মন্দিরের ঐতিহ্য বজায় রাখতে বেশ কিছু পরিবর্তন প্রয়োজন।
মূলত ৬টি দাবিতে জোর দিয়েছেন তিনি।
১. পরিবহন:
KSRTC সার্ভিস, আন্তঃরাজ্য বাস পরিষেবা ও রোপওয়ে চালু করার দাবি জানানো হয়েছে।
২. ভক্তদের জন্য বিশেষ পরিকাঠামো:
পরিবেশ বান্ধব আশ্রয়স্থান, ডর্মেটরি ও বিশ্রামাগার তৈরি করতে হবে। থাকবে পরিষ্কার শৌচালয়, স্নান করার জায়গা ও পানীয় জলের জায়গা। এছাড়া দর্শনের জন্য ডিজিটাল টোকেনের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ভক্তদের জন্য পরিষেবা দেওয়ার দাবি জানিয়েছেন ওই ব্যক্তি।
৩. স্বাস্থ্য ও সুরক্ষা:
দাবিতে জানানো হয়েছে, স্থায়ীভাবে মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল সেন্টার তৈরি করতে হবে, বিপর্যয় মোকাবিলার ব্যবস্থা রাখতে হবে, থাকবে রক্তদানের ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত।
৪. পরিবেশ:
যে কোনও মন্দিরের জন্য পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্জ্য পদার্থ যাতে ঠিকমতো পরিষ্কার করা হয়, প্লাস্টিকের ব্যবহার যাতে বন্ধ হয়, গ্রিন এনার্জি যাতে ব্যবহার করা যায় সেসব দিকে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। নদীর পাড় সুরক্ষিত রাখার কথা বলেছেন দীনেশ নায়ার।
৫. সংস্কৃতি ও আধ্যাত্মিকতা:
দাবিতে তিনটি বিষয় বলা হয়েছে, প্রথমটি হল সবরীমালা পিলগ্রিম ইনফরমেশন সেন্টার, দ্বিতীয়টি হল অ্যানুয়াল ইন্টারন্যাশনার আয়াপ্পা রিসার্চ অ্যান্ড কালচারাল কনফারেন্স ও তৃতীয়টি হল ডিজিটাল প্লাটফর্ম ফর গ্লোবাল কমিউনিটি ডিভোটিজ।
৬. অ্য়াডমিনিস্ট্রেটিভ অ্যান্ড গ্লোবাল ম্যানেজমেন্ট:
গ্লোবাল আয়াপ্পা ফেলোশিপ চালু করার কথা বলা হয়েছে। পাশাপাশি, বিদেশে বসবাসকারী মালয়ালী কমিউনিটিকে যুক্ত করার কথা বলা হয়েছে। উন্নয়নমূলক প্রজেক্টের জন্য টাকা জোগাড় করার কথা ও স্বচ্ছতার কথা উল্লেখ রয়েছে।
ঐতিহ্যে এতটুকু আঁচ না লাগতে দিয়েও যাতে মন্দিরের উন্নয়ন করা সম্ভব হয়, সেই চেষ্টাই করছেন দীনেশ নায়ার। কিছু ইতিবাচক পরিবর্তন আনতে চাইছেন তিনি। সবরীমালার পরিবেশের উন্নয়নে কেরল সরকার ও দেবাস্বম বোর্ডের কাছে তাঁর এই আর্জি।
