Man steals women’s undergarments: একের পর এক বাড়ি থেকে চুরি মহিলাদের অন্তর্বাস, সিসিটিভি ফুটেজ দেখে অবাক পুলিশ
Gwalior man caught stealing women's undergarments: মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একের পর এক বাড়ি থেকে চুরি যাচ্ছে মহিলাদের অন্তর্বাস। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল এক অদ্ভুত দশ্য।
গোয়ালিয়র: মানুষ সত্যিই এক বিচিত্র প্রাণী। কারোর কারোর মধ্যে অদ্ভুত বিষয়ে যৌন পাগলামি দেখা যায়। কী কী বিষয় কোনও নির্দিষ্ট মানুষের যৌন খিদে মেটাতে পারে, তা আগে থেকে অনুমান করা কঠিন। এমন অনেকেই আছে, যারা যৌনতা করে থাকেন জড়বস্তুর সঙ্গে, এমনকি অনেকে জড় বস্তুকে বিবাহও করেন। এরকমই এক অদ্ভুত যৌন পাগলামীর খবর এল মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে। দাবি করা হচ্ছে, রাতের অন্ধকারে এক ব্যক্তি গোয়ালিয়র শহরের বিভিন্ন এলাকা থেকে মহিলাদের অন্তর্বাস চুরি করে বেরাচ্ছে! সম্প্রতি এক সিসিটিভি ক্যামেরায় তার এই অদ্ভুত চুরির ভিডিয়ো ধরা পড়েছে। বলাই বাহুল্য ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সূত্রের খবর, ওই ব্যক্তি মাঝরাতে বাড়ির ছাদ দিয়ে বা পাইপ বেয়ে একেকটি বাড়িতে প্রবেশ করে। বারান্দায় শুকানোর জন্য রাখা অন্তর্বাস চুরি করে সে। তার এই অদ্ভুত চুরির পুরো ঘটনাই ধরা পড়েছে ক্যামেরায়। এই ভিডিয়ো নিয়ে হইচই পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বস্তুত, এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই গোয়ালিয়রের গৌসপুরা এলাকার ২ নম্বর স্ট্রিটে এই ধরনের চুরি ঘটে চলেছে। অন্তত ৬টি বাড়িতে অন্তর্বাস চুরি হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু অনেকেই বিব্রত হওয়ায় অথবা প্রমাণের অভাবে অভিযোগ দায়ের করেননি।
??#MadhyaPradesh #Gwalior‘s “Serial Bikini Chor”!
In the last few days, a thief allegedly stole women’s undergarments from 6 houses in No. 2 street of Gospura area of the city.
Captured on #CCTV stealing underwear from businessman Bhagat Singh’s house last night.++ pic.twitter.com/FaKXgX2iRx
— Siraj Noorani (@sirajnoorani) September 5, 2022
মহিলাদের অন্তর্বাস চুরি করার ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ার পর, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এদিন গোয়ালিয়র পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন ধরেই বিভিন্ন বাড়ি থেকে মহিলাদের অন্তর্বাস চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি শহরের গৌসপুরা এলাকায় এক বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় এই চুরির কাজ ধরা পড়েছে। তারপরই ওই বাড়ির বাসিন্দা স্থানীয় ব্যবসায়ী ভগত কোরি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় অভিযুক্তের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন গোয়ালিয়র থানার ইনচার্জ দীপক যাদব।
অভিযোগকারী ভগত কোরি বলেছেন, ঘটনাটি ঘটেছে গত ৩ সেপ্টেম্বর। ওই অজ্ঞাত পরিচয় চোর তাঁর বাড়িতে ঢুকে বারান্দায় মেলে রাখা তাঁর স্ত্রীর অন্তর্বাস চুরি করে নিয়ে যায়। সেই সঙ্গে, তাঁর কুর্তার পকেটে ৫০০ টাকা ছিল। সেই টাকাও চুরি গিয়েছে। অভিযোগকারী আরও জানিয়েছেন, এর আগে তাঁর প্রতিবেশিদের বাড়িতেও একই ধরণের চুরি হয়েছিল। কিন্তু প্রচতিবেশিরা এটিকে তুচ্ছ বিষয় বিবেচনা করে উপেক্ষা করে গিয়েছিল। কোনও অভিযোগ জানাননি।
পুলিশ ইতিমধ্যেই ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেছে। লোকটি ওই এলাকারই বাসিন্দা বলে সন্দেহ করছে পুলিশ। মঙ্গলবার, পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। পুলিশের দাবি, ওই অন্তর্বাস চোরের নাম আকাশ ভার্মা। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। গৌসপুরা এলাকায় বিভিন্ন দোকানে আকাশ ভার্মার ছবি দেখিয়ে তার সন্ধান চালানো হচ্ছে।