চণ্ডীগড়: সংক্রমণের তীব্রতা কিছুটা কমতেই পুনরায় স্কুল খোলার সিদ্ধান্ত নিল হরিয়ানা সরকার। সরকারি এবং বেসরকারি, উভয় স্কুল খোলার বিষয়েই সবুজ সংকেত দেওয়া হয়েছে। যদিও অনলাইন ক্লাস বন্ধ হচ্ছে না। সেটা আগের মতোই চলবে। তবে পড়ুয়ারা চাইলে ক্লাস করতে সশরীরে স্কুলেও হাজির হতে পারে। শুক্রবার এমনটাই জানিয়েছে হরিয়ানা সরকার।
হরিয়ানার স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, প্রথম ধাপে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য আগামী ১৬ জুলাই থেকে স্কুলে খুলে দেওয়া হবে। এরপরের ধাপে ২৩ জুলাই থেকে স্কুল খোলা হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য। প্রথম থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের আদৌ স্কুলে আসার অনুমতি দেওয়া হবে কি না, সেই বিষয়টি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপাতত তাদের অনলাইনেই ক্লাস চলবে। এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে হরিয়ানা সরকার।
কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল, অফলাইনে ক্লাস শুরু হলেও স্কুলে আসা কোনও পড়ুয়ার জন্যই বাধ্যতামূলক নয়। যদি কেউ চায়, তবেই সে স্কুলে আসতে পারে। একই সঙ্গে অফলাইনে ক্লাস করতে হলে অভিভাবকদের লিখিত সম্মতিও লাগবে স্কুল কর্তৃপক্ষের। তবেই ফিরে আসবে ক্লাসরুমে পঠনপাঠন। স্কুল আসার জন্য কোনও পড়ুয়াকে চাপও দেওয়া যাবে না বলে জানানো হয়েছে সরকারের তরফে। একমাত্র ইচ্ছুক পড়ুয়ারাই অভিভাবকদের সম্মতি নিয়ে স্কুলে আসতে পারে।
আরও পড়ুন: সূচের খোঁচা ছাড়াই করোনা টিকা নিতে পারবে ছোটরা, তবে বাড়ছে ডোজ়ের সংখ্যা
হরিয়ানার শিক্ষামন্ত্রী কানওয়ার পাল জানিয়েছেন, সংক্রমণের পরিস্থিতি যদি আয়ত্তে থাকে তবে আরেকটু কমবয়সী পড়ুয়াদেরও স্কুলে আনা কথার ভেবে দেখা হবে। তবে অফলাইন ক্লাস শুরু হলেও ক্লাসরুমের দৃশ্য এখনই আগের মতো হবে না। দূরত্ববিধি বজায় রেখে ক্লাসে বসতে হবে পড়ুয়াদের। হরিয়ানায় বর্তমানে সংক্রমণ প্রায় নিয়ন্ত্রণে। এই মুহূর্তে সে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় মাত্র ৫৫ জন আক্রান্ত ধরা পড়েছেন।
আরও পড়ুন: মমতা বললেই তাঁর ‘নির্দেশ মেনে’ জেলে যেতে রাজি শুভেন্দু