সূচের খোঁচা ছাড়াই করোনা টিকা নিতে পারবে ছোটরা, তবে বাড়ছে ডোজ়ের সংখ্যা
Covid 19 Vaccine: বড়দের ক্ষেত্রে ভ্যাকসিনের দু'টি ডোজ় লাগলেও ১৮-র কম বয়সীদের উপর আরও বেশি ডোজ় প্রয়োগ করা হবে।
কলকাতা: ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ নিয়ে বড় ঘোষণা করল টিকাকরণ সংক্রান্ত জাতীয় কমিটি। আগামী সেপ্টেম্বর মাস থেকেই ভারতে নাবালকদের টিকাকরণ শুরু হবে বলে শুক্রবার জানানো হয়েছে। জাইডাস ক্যাডিলার করোনা টিকা জাইকোভ ডি-কে ইতিমধ্যেই ছাড়পত্র দেওয়া হয়ে গিয়েছে। তবে সবচেয়ে বড় যে বিষয়টি এই ঘোষণায় উঠে এসেছে তা হল- সূচের ব্যবহার এড়িয়েই ছোটদের এই টিকা দেওয়া যাবে। একই সঙ্গে বড়দের ক্ষেত্রে ভ্যাকসিনের দু’টি ডোজ় লাগলেও ১৮-র কম বয়সীদের উপর আরও বেশি ডোজ় প্রয়োগ করা হবে।
চলতি মাসের প্রথম দিনই জাইডাস ক্যাডিলার তরফে জানানো হয়, তাদের টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ডিসিজিআই-র কাছে আবেদন জানানো হয়েছে। অনুমতি মিললে বছরে ১২ কোটি টিকা প্রস্তুত করা হবে। সেই সময়ই সংস্থার তরফে জানানো হয়েছিল, দেশে মোট ২৮ হাজার স্বেচ্ছাসেবকদের উপর পরীক্ষামূলক ট্রায়াল চালানো হয়েছে। এর মধ্যে ১ হাজার জন ১২ থেকে ১৮ বছর বয়সীও ছিল। প্রতিটি বয়সসীমার ক্ষেত্রেই ভাল ফল দেখিয়েছে এই ভ্যাকসিন। সেই সূত্র টেনেই শুক্রবার সকালে জাতীয় বিশেষজ্ঞ দলের প্রধান ডা. এনকে অরোরা জানান, জাইডাস ক্যাডিলার হাত ধরেই আগামী সেপ্টেম্বর মাস থেকে দেশে শুরু হবে ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ।
তবে এই ভ্যাকসিন প্রয়োগ নিয়ে যে বড় তথ্য এই মুহূর্তে উঠে এসেছে তা হল- কোনও সূচের ব্যবহার ছাড়াই এই টিকা প্রয়োগ করা হবে ছোটদের শরীরে। ফলে কচিকাচাদের কোনও ব্যথা অনুভব হবে না। এটা একটি ডিএনএ প্লাসমিড ভ্যাকসিন। ফরম্যাজেট নামক একটি যন্ত্রের সাহায্যে ত্বকের মাত্র ১ মিলিমিটার গভীরে এটি প্রয়োগ করা হয়। অন্যান্য ভ্যাকসিনের ক্ষেত্রে দেড় ইঞ্চি গভীরে পেশিতে প্রয়োগ করা হয়। যার ফলে বাচ্চাদের কোনো ব্যথা অনুভূত হবে না। একই সঙ্গে জানানো হয়েছে, ১৮ উর্ধ্বদের ক্ষেত্রে কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের দু’টি ডোজ় প্রয়োগ করা হলেও শিশুদের ক্ষেত্রে তিনটি ডোজ় দিতে হবে। প্রথম ডোজ় দেওয়ার ২৮ দিনের মাথায় দ্বিতীয় ডোজ়, এবং তারপর ঠিক ৫৬ দিনের মাথায় তৃতীয় ডোজ় প্রয়োগ করা হবে।
আরও পড়ুন: এ বার করোনা টিকা পাবে ১২ থেকে ১৮ বছর বয়সীরাও, কবে থেকে শুরু হচ্ছে টিকাকরণ?
তবে একা জাইডাসই নয়, দেশীয় পদ্ধতিতে তৈরি কোভ্যাক্সিনের টিকাও শিশুদের দেওয়া হবে। এই বিষয়ে ডা. এনকে অরোরা বলেন, “শিশুদের উপর কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। সেপ্টেম্বরের শেষভাগের মধ্যে টিকাকরণ শুরু করা যাবে বলে মনে করা হচ্ছে। চলতি বছরের তৃতীয় ভাগে বা আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যেই ২ থেকে ১৮ বছর বয়সীদেরও টিকাকরণ শুরু করা যাবে মনে করা হচ্ছে।”
আরও পড়ুন: বিশ্লেষণ: ভারতে হাজির ‘জিকা’, কী উপসর্গ? কতটা আতঙ্কের?