Kumaraswamy meets Mamata: মমতার ‘দুয়ারে’ কুমারস্বামীও, কর্নাটকের ভোট প্রচারে আহ্বান না জোট-আলোচনা? জোর জল্পনা
HD Kumaraswamy to meet Mamata Banerjee: শুক্রবার (২৪ মার্চ) মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে, তাঁর সঙ্গে বৈঠক করতে আসছেন কর্নাটকের জনতা দল (সেকুলার) দলের নেতা এইচডি কুমারস্বামী। অখিলেশ যাদবের পর আরও এক বিজেপি বিরোধী আঞ্চলিক দলের নেতা দেখা করতে আসছেন তৃণমূল সুপ্রিমোর সঙ্গে।
কলকাতা/বেঙ্গালুরু: অখিলেশ যাদবের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন আরও এক বিজেপি বিরোধী আঞ্চলিক দলের নেতা। আগামী শুক্রবার (২৪ মার্চ) তৃণমূল সুপ্রিমোর বাসভবনে, তাঁর সঙ্গে বৈঠক করতে আসছেন কর্নাটকের জনতা দল (সেকুলার) দলের নেতা এইচডি কুমারস্বামী। এপ্রিল মাসেই কর্নাটকের বিধানসভা নির্বাচন। তার আগে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে কুমারস্বামীর বৈঠক, রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুধু কর্নাটক বিধানসভা নির্বাচনই নয়, এই বৈঠকের প্রভাব ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত প্রসারিত হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে অখিলেশ যাদবের বৈঠকের পর, কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক দলগুলির একটি ফ্রন্ট গড়ার সম্ভাবনা ফের উসকে উঠেছে। সেই ধারাবাহিকতাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে আসছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
সামনেই কর্নাটক নির্বাচন। কর্নাটকে বিজেপিকে ক্ষমতাচ্যূত করতে মরিয়া কংগ্রেস এবং জেডি (এস)। ২০১৮ সালে নির্বাচনে বিজেপি সংখ্যাগরীষ্ঠ দল হলেও, কংগ্রেসের সমর্থনে সরকার গড়েছিল জেডি (এস)। এরপর নাটকীয় রাজনৈতিক মোচরে জোট সরকারকে সরিয়ে ক্ষমতায় আসে বিজেপি। তারপর থেকে কংগ্রেস জেডি (এস) দূরত্ব ক্রমেই বেড়েছে। আসন্ন নির্বাচনেও দুই দল আলাদাভাবেই লড়াই করছে। এই অবস্থায়, আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চাইতে পারেন কুমারস্বামী, বলে মনে করছে রাজনৈতক মহল। এর আগে উত্তর প্রদেশ নির্বাচনে অখিলেশ যাদবের সমর্থনে প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূল কংগ্রেসের অতি সফল ‘খেলা হবে’ স্লোগানও ধার করেছিল সপা। এবার কি দাক্ষিণাত্বেও বিজেপি বিরোধী ঝড় তুলবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রচার?
এদিকে, জোর হাওয়া লেগেছে কংগ্রেস বঞ্চিত বিজেপি বিরোধী জোটের পালেও। দিন কয়েক আগেও জাতীয় রাজনীতিতে একলা বলে মনে হচ্ছিল তৃণমূল কংগ্রেসকে। জাতীয় কংগ্রেসের হাত তাঁরা ধরবেন না, অনেকদিন আগেই স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সম্প্রতি, ইডি অফিসে অভিযান-সহ কংগ্রেসের নেতৃত্বে সংসদের ভিতরে ও বাইরে বিরোধী দলগুলির যে সমস্ত কর্মসূচি হয়েছে, তার কোনওটিতেই অংশ নেয়নি তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে জোট গড়ার প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, “তৃণমূল কংগ্রেস ও মানুষের জোট হবে। আমরা ওদের কারও সঙ্গে যাব না। আমরা লড়ব মানুষের সমর্থন নিয়ে।” তবে, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ানোর সঙ্গে সঙ্গে, তলায় তলায় কংগ্রেসকে বাদ দিয়ে জোট গড়ার কাজও চলছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মমতার সঙ্গে সাক্ষাতের পর অখিলেশ ইডি-সিবিআই-এর অপব্যবহার প্রসঙ্গে বিজেপির সঙ্গে কংগ্রেসকেও তুলোধোনা করেছিলেন। অখিলেশ সাফ জানিয়েছিলেন, বিরোধীদের কণ্ঠরোধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করেছে কংগ্রেস সরকারও। অখিলেশ আরও বলেছিলেন, “দিদি যেভাবে বিজেপির মোকাবিলা করেছেন, আসন্ন নির্বাচনেও সেভাবেই লড়াই হবে।”
অখিলেশের সঙ্গে সেই সাক্ষাতের পর, এদিনই আবার দুই দিনের সফরে ওড়িশা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমদিন থাকবেন ভুবনেশ্বরে। আগামীকাল যাবেন জগন্নাথ মন্দিরে পুজো দিতে। ২৩ মার্চ দুই মুখ্যমন্ত্রী মধ্যে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। বিজেডি নেতা নবীন পট্টনায়ক রাজ্যে বিজেপির বিরোধিতা করলেও, কেন্দ্র-রাজ্য সম্পর্কের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনায় অনেক বেশি নমনীয়। এনডিএ বা ইউপিএ – সরাসরি কোনও শিবিরেরই অংশ নয় বিজেডি। কাজেই কংগ্রেস বঞ্চিত বিরোধী জোটে নবীন পট্টনায়ককে আমন্ত্রণ জানাতে পারেন মমতা, এমন জল্পনা রয়েছে। ওড়িশা সফর থেকে ফেরার পরই আবার কালিঘাটে কুমারস্বামীর সঙ্গে বৈঠক। সব মিলিয়ে কংগ্রেস বঞ্চিত বিজেপি বিরোধী জোট গঠনের কাজ তুঙ্গে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এই উদ্যোগের মূল হোতা, মমতা বন্দ্যোপাধ্যায়।