Delhi High Court News: ‘দাদু-ঠাকুমার সম্পত্তিতে নাতি-নাতনির অধিকার নেই…’, বড় রায় হাইকোর্টের
Delhi High Court on Grandparents: সম্প্রতি এক হিন্দু মহিলা তাঁর বাবা এবং মাসির কাছে থাকা দাদুর সম্পত্তির ভাগ চেয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন। মামলাকারীর যুক্তি, এই সম্পত্তি তাঁর বাবা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তাই এই সম্পত্তিতে তাঁর সমান ভাবে অধিকার রয়েছে।

নয়াদিল্লি: বাবা-মায়ের জীবদ্দশায় দাদু-ঠাকুমার সম্পত্তির ভাগ চাইতে পারবেন না হিন্দু নাতি-নাতনিরা। সম্প্রতি একটি মামলায় এমনই রায় দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের সিঙ্গল বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, ‘এটা জেনে রাখা প্রয়োজন যে নাতি-নাতনিরা, তাদের দাদু-ঠাকুমার নিরিখে এবং ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী, প্রথম শ্রেণীর উত্তরাধিকার নন। অর্থাৎ তারা সরাসরি তাদের সন্তান নন।’
মামলার নেপথ্যে
সম্প্রতি এক হিন্দু মহিলা তাঁর বাবা এবং মাসির কাছে থাকা দাদুর সম্পত্তির ভাগ চেয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন। মামলাকারীর যুক্তি, এই সম্পত্তি তাঁর বাবা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তাই এই সম্পত্তিতে তাঁর সমান ভাবে অধিকার রয়েছে। পাল্টা ওই মহিলার বাবা ও মাসির যুক্তি, উত্তরাধিকার সূত্রে তাদের বাবার মৃত্যুর পর ওই গোটা সম্পত্তি দুই ভাগে তাঁরা পেয়েছেন। তাই সেই সম্পত্তিতে কোনও ভাবেই তাঁর মেয়ের কোনও অধিকার থাকতে পারে না।
আদালতের পর্যবেক্ষণ
দুই পক্ষের যুক্তি শোনার পর আদালতের পর্যবেক্ষণ, একজন ব্যক্তি তাঁর বাবা কিংবা মায়ের মৃত্যুর পর তাদের উইলবিহীন সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন। আর পরবর্তীতে সেই সম্পত্তিতে ওই ব্য়ক্তির সন্তানেরও যৌথ পারিবারিক সম্পত্তি হিসাবে অধিকার থাকে। কিন্তু তাতে একটা ছোট্ট শর্ত রয়েছে। বাবা-মায়ের জীবদ্দশায় তাদের অর্জিত পৈতৃক সম্পত্তিতে ছেলেমেয়ে কোনও ভাবেই অধিকার দাবি করতে পারে না। এই যুক্তিতেই মামলাকারী আবেদন খারিজ করেন বিচারপতি।
