প্রকাশিত ICSE ও ISC-র পরীক্ষার ফল, কীভাবে রেজাল্ট দেখবেন জেনে নিন…
ICSE-ISC Result: পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পাবেন cisce.org বা results.cisce.org- ওয়েবসাইট থেকে। এছাড়া ডিজিলকার থেকেও রেজাল্ট দেখা যাবে।

নয়া দিল্লি: প্রকাশিত আইসিএসই ও আইএসসি-র ফলাফল। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের তরফে আজ, ৩০ এপ্রিল ফল প্রকাশ করা হয়। ২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসেছিল।
গত ফেব্রুয়ারি-মার্চ মাসে আইসিএসই ও আইএসসি পরীক্ষা হয়েছিল। আইসিএসই পরীক্ষা ২৭ মার্চ শেষ হয়েছিল। আইএসসি পরীক্ষা ৫ এপ্রিল শেষ হয়। দশম শ্রেণির পরীক্ষা শেষের ৩৪ দিন এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হওয়ার ২৫ দিনের মাথায় ফলপ্রকাশ করা হল।
২০২৫ সালের পরীক্ষার ফলাফলে বিশেষ নজর কেড়েছে পশ্চিমবঙ্গ। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। আইসিএসই-তে ছাত্রীদের পাশের হার ৯৯.০৪ শতাংশ এবং আইএসসি-তে পাশের হার ৯৯.৩৮ শতাংশ।
আইসিএসই-তে রাজ্যে মোট পাশের হার ৯৮.৭৬ শতাংশ। আইএসসি পরীক্ষায় পড়ুয়াদের পাশের হার ৯৮.৭৫ শতাংশ।
আইসিএসই-তে দেশে অঞ্চলভিত্তিক পাশের হারে প্রথম স্থানে রয়েছে পশ্চিমাংশের রাজ্যগুলি। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ভারত। আইএসসি-তে অঞ্চলভিত্তিক পাশের হারে প্রথম দেশের দক্ষিণের রাজ্যগুলি। দ্বিতীয় স্থানে রয়েছে দেশের পশ্চিমাংশের রাজ্যগুলি।
কীভাবে ফলাফল দেখবেন?
পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পাবেন cisce.org বা results.cisce.org- ওয়েবসাইট থেকে। এছাড়া ডিজিলকার থেকেও রেজাল্ট দেখা যাবে।
পরীক্ষার রেজাল্ট ডাউনলোড করতে রোল নম্বর, জন্মতারিখ ও অন্যান্য তথ্য দিয়ে লগ ইন করতে হবে। এরপরে ক্যাপচা দিলেই ফলাফল দেখা যাবে।
পর্ষদের তরফে জানানো হয়েছে আগামী জুলাই মাসে দশম (ICSE) ও দ্বাদশ (ISC) শ্রেণির ইমপ্রুভমেন্ট পরীক্ষা হবে। পরীক্ষার্থীরা চাইলে সর্বাধিক দুটি বিষয়ে ফের পরীক্ষা দিতে পারবে। বাতিল করা হয়েছে কম্পার্টমেন্টাল পরীক্ষা।
২০২৪ সালে আইসিএসই পরীক্ষায় ৯৯.৪৭ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছিলেন। ২২২৩টি স্কুলে ১০০ শতাংশ পাশের হার ছিল।

