AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

In Depth on Artificial Rain: বৃহস্পতিবার নকল বৃষ্টি হবে দিল্লিতে, খরচ মোটে ৩ কোটি! কীভাবে হবে?

Artificial Rain by Cloud Seeding: প্রতি বছরই নভেম্বর-ডিসেম্বরে দিল্লির বাতাসের মান নেমে যায় ভয়াবহ স্তরে। PM 2.5 ও PM 10-এই দুই দূষণ কণার  মাত্রা বেড়ে যায় ভয়ঙ্করভাবে। এতটাই দূষণ বাড়ে যে শ্বাস নেওয়া পর্যন্ত কঠিন হয়ে পড়ে। প্রতিবেশী রাজ্যগুলিতে ধান কাটার পর খড় পোড়ানো, গাড়ির ধোঁয়া, নির্মাণকাজের জন্য ধূলিকণা ও শিল্পাঞ্চলের ধোঁয়া নির্গমন থেকে এই দূষণ হয়।

In Depth on Artificial Rain: বৃহস্পতিবার নকল বৃষ্টি হবে দিল্লিতে, খরচ মোটে ৩ কোটি! কীভাবে হবে?
Image Credit: TV9 বাংলা
| Updated on: Oct 27, 2025 | 4:03 PM
Share

রাস্তায় বের হলেই চোখ-নাক জ্বালা, গলা ধরে আসছে। দিল্লিতে দীপাবলি মানেই আতঙ্ক। বাকি দেশে আলোয় যখন ঝলমল করে, তখন দূষণ-বিষাক্ত ধোঁয়ার চাদর মুড়ে নেয় দিল্লি ও সংলগ্ন এলাকাগুলিকে। এটা প্রতি বছরেরই চেনা ছবি। আতশবাজিতে নিষেধাজ্ঞা, বড় ট্রাক চলাচল বন্ধ করা, ছোট গাড়িতে জোড়-বিজোড় নিয়ম, রাস্তায় নিয়মিত জল দেওয়া- এই ধরনের হাজারো পন্থা গ্রহণ করা হয়েছে রাজধানীতে, কিন্তু দূষণ থেকে মুক্তি মেলেনি। এবার দিল্লিতে দূষণ কমাতে শেষ আশা, কৃত্রিম বৃষ্টি (Artificial Rain)। প্রযুক্তি এত এগিয়ে গিয়েছে যে কৃত্রিমভাবে বৃষ্টিও নামানো সম্ভব। কীভাবে এই বৃষ্টি হবে? পরিবেশ যদি অনুকূল থাকে, তাহলে আগামী বৃহস্পতিবার, ২৯ অক্টোবর দিল্লিতে নামানো হতে পারে কৃত্রিম বৃষ্টি। এর জন্য প্রয়োজন আকাশে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন