AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিহারে ভোট কমাতেই SIR! দাবি INDIA জোটের, বাঙালি শ্রমিকদের হেনস্থা নিয়ে সরব হল তৃণমূল

INDIA Alliance: এসআইআর প্রসঙ্গে বিরোধী সাংসদরা বলেন যে ⁠এই প্রক্রিয়ায় কোনও ভুল ত্রুটি থাকলে মানুষের স্বার্থে সেই বিষয়টা তুলে ধরতে চান তারা।⁠ ভোটার লিস্টে নাম না থাকলে তো নাগরিকও নন বলেই গণ্য করা হচ্ছে।

বিহারে ভোট কমাতেই SIR! দাবি INDIA জোটের, বাঙালি শ্রমিকদের হেনস্থা নিয়ে সরব হল তৃণমূল
ইন্ডিয়া জোটের সাংবাদিক বৈঠক।Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 06, 2025 | 2:14 PM
Share

নয়া দিল্লি: বিহারের ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর নিয়ে আজ উত্তাল সংসদ। লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই বিরোধীরা বিক্ষোভ দেখান। মুলতুবি করে দেওয়া হয় অধিবেশন। পরে ইন্ডিয়া জোটের তরফে সাংবাদিক সম্মেলনও করা হয়। সেখানে একযোগে নির্বাচন কমিশন ও কেন্দ্রকে আক্রমণ করে বিরোধীরা। ⁠আগামী সোমবার সকাল ১১টায় সব বিরোধী দলের সাংসদরা মিছিল করে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে অভিযান করবে।

এ দিন বিরোধী দলের সাংসদরা একজোট হয়ে এসআইআর ইস‍্যুতে নিজেদের স্পষ্ট বক্তব‍্য তুলে ধরেন। তাদের কথায়, মহারাষ্ট্রতে যেখানে ভোট বাড়ানোর দরকার ছিল, সেখানে একটা কৌশল, বিহারে যেখানে ভোট কমাতে হবে সেখানে অন‍্য কৌশল, আবার কর্নাটকে আলাদা কৌশল নিচ্ছে নির্বাচন কমিশন।

এসআইআর প্রসঙ্গে বিরোধী সাংসদরা বলেন যে ⁠এই প্রক্রিয়ায় কোনও ভুল ত্রুটি থাকলে মানুষের স্বার্থে সেই বিষয়টা তুলে ধরতে চান তারা।⁠ ভোটার লিস্টে নাম না থাকলে তো নাগরিকও নন বলেই গণ্য করা হচ্ছে।  সরকার আদতে ঘুরিয়ে নাগরিকদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে বলেই দাবি করেন।

বিরোধীদের আরও অভিযোগ,  সংখ‍্যালঘু, দলিত, আদিবাসী, পরিযায়ী শ্রমিকদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। এসআইআর নিয়ে ⁠সরকার যদি আলোচনা না করে, তার অর্থ এই দাঁড়ায় যে তারা গণতন্ত্র এবং সংবিধান মানে না। তাদের বক্তব্য, ⁠”সরকার আমাদের উপর দায় চাপাচ্ছে সংসদ না চলার, যেটা ঠিক নয়। আমরা শুধু মানুষের ইস্যুকে তুলে ধরতে চাইছি”।

⁠তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ‍্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। তিনি বলেন, “যেভাবে নাগরিকদের ভোট চুরি করা হচ্ছে আমরা তার বিরোধিতা করছি সদনের বাইরে এবং ভিতরে। যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হামলা করা হচ্ছে, তাদের তুলে নিয়ে ডিটেনশন ক‍্যাম্পে যাওয়া হচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যেভাবে বাংলাকে অপমান করা হচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”