INDIA Alliance: নেই মমতা-অভিষেক, ‘গণতন্ত্র বাঁচাতে’ কতটা সুর চড়াতে পারবে INDIA?
Opposition Alliance: আজকের সভায় উপস্থিত থাকবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, এনসিপির শরদ পওয়ার, শিবসেনা (ইউবিটি)র উদ্ধব ঠাকরে, আরজেডি নেতা তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, ফারুক আবদুল্লা, মেফবুবা মুফতি, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগেই ফের এককাট্টা বিরোধীরা। আবগারি নীতি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তার গ্রেফতারির প্রতিবাদেই আজ, রবিবার মেগা র্যালির আয়োজন করেছে বিরোধী জোট ইন্ডিয়া। দিল্লির রামলীলা ময়দানে ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত থাকবেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে ও অখিলেশ যাদব। জোটের অন্যতম শরিক, তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভায় যোগ দিতে পারবেন না। যাবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
গত ২১ মার্চ আবগারি নীতি দুর্নীতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপের বিরুদ্ধেই আজকের সভা বলে দাবি করেছে ইন্ডিয়া জোটের সদস্যরা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের ক্ষমতা প্রদর্শনের জন্যই এই সভার আয়োজন করা হয়েছে।
সকাল ১১টা থেকে রামলীলা ময়দানে শুরু হবে এই সভা। আজকের সভায় উপস্থিত থাকবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, এনসিপির শরদ পওয়ার, শিবসেনা (ইউবিটি)র উদ্ধব ঠাকরে, আরজেডি নেতা তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, ফারুক আবদুল্লা, মেফবুবা মুফতি, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সিপিআই(এমএল)-র তরফে দীপঙ্কর ভট্টাচার্য যেতে পারেন। তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যয় নির্বাচনী প্রচারে ব্য়স্ত থাকায় দিল্লি যেতে পারছেন না। তৃণমূলের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকতে পারেন ডেরেক ও’ব্রায়েন ও সাগরিকা ঘোষ।
গ্রেফতার হওয়া দুই মুখ্যমন্ত্রী, অরবিন্দ কেজরীবালের স্ত্রী সুনীতা কেজরীবাল এবং হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনও উপস্থিত থাকবেন এই সভায়। কেজরীবাল, হেমন্ত সোরেনের গ্রেফতারির প্রতিবাদ ছাড়াও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়েও কথা বলবেন বিরোধী দলের নেতারা।
