AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India China Direct Flight: সেপ্টেম্বরে ‘মুলাকাত’, অক্টোবরে কাটল চার বছর পুরনো জট! হিমালয়ের আকাশে নতুন সূর্য

India China May Resume Direct Flights: কূটনৈতিক স্তরে সরাসরি বিমান পরিষেবা পুনরুদ্ধারের জন্য কথা বলছিল নয়াদিল্লি ও বেজিং। এই প্রসঙ্গে বৈঠক বসেছিল দুই দেশের অসামরিক বিমান পরিষেবার মন্ত্রকের আধিকারিকদেরও। তাদের বৈঠকের মাধ্যমেই নতুন করা আবার সরাসরি বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি ও বেজিং।'

India China Direct Flight: সেপ্টেম্বরে 'মুলাকাত', অক্টোবরে কাটল চার বছর পুরনো জট! হিমালয়ের আকাশে নতুন সূর্য
মোদী-জিনপিং সাক্ষাৎImage Credit: PTI
| Updated on: Oct 02, 2025 | 8:48 PM
Share

নয়াদিল্লি: জট কাটল ‘আকাশছোঁয়ার’। এবার সরাসরি চলবে বিমান। তাও আবার এই মাসের শেষ থেকেই। বছর কতক পর আবার ভারত থেকে সরাসরি চিনের আকাশে উড়ে যাবে বিমান। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই ঘোষণাই করে দিয়েছে দেশের অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক। ইতিমধ্য়েই এই নিয়ে একটি বিবৃতি জারি করেছে দেশের বিদেশমন্ত্রকও।

সেই বিবৃতিতে তারা জানিয়েছে, ‘চলতি বছরের শুরু থেকে নানা কূটনৈতিক স্তরে সরাসরি বিমান পরিষেবা পুনরুদ্ধারের জন্য কথা বলছিল নয়াদিল্লি ও বেজিং। এই প্রসঙ্গে বৈঠক বসেছিল দুই দেশের অসামরিক বিমান পরিষেবার মন্ত্রকের আধিকারিকদেরও। তাদের বৈঠকের মাধ্যমেই নতুন করা আবার সরাসরি বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি ও বেজিং।’

উল্লেখ্য়, চলতি বছরের শুরুতে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রীর বেজিং সফর থেকে শুরু করে, সম্প্রতি চিনা বিদেশমন্ত্রীর ভারত সফর। এমনকি সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন শীর্ষক সম্মেলনে যোগ দিয়ে মোদী-জিনপিং বৈঠক। সর্বস্তরেই উঠে এসেছে এই সরাসরি বিমান পরিষেবা চালুর কথা। যা এবার অবশেষে শত জটিলতা কাটিয়ে শুরু হতে চলেছে বললেই চলে।

চার বছর পর শুরু হচ্ছে ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা। করোনাপর্বের সময় থেকেই বন্ধ হয়ে গিয়েছিল এই পরিষেবা। বলা চলে, গালোয়ানের সংঘাত এবং করোনার উপদ্রব, এই দুইয়ের বিরোধিতায় বেগতিক হওয়া কূটনৈতিক সম্পর্কের প্রতীক ছিল এই বন্ধ হওয়া বিমান পরিষেবা। তবে সে সব এখন অতীত। চার বছরের বেশি সময় কাটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ভারত টু চিন ফ্লাইট। কিন্তু কবে থেকে? বিদেশমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, চলতি মাস অর্থাৎ অক্টোবারের শেষ থেকেই পরিষেবা চালু হয়ে যাবে।