‘গুরুর কৃপাতেই সম্ভব হয়েছে উদ্ধারকাজ’, অপারেশন ‘দেবী শক্তি’ নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 29, 2021 | 8:28 AM

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের যে কোনও প্রান্তে ভারতীয়রা সমস্যায় পড়লেই সাহায্যের জন্য প্রস্তুত থাকবে ভারত।

গুরুর কৃপাতেই সম্ভব হয়েছে উদ্ধারকাজ, অপারেশন দেবী শক্তি নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী
ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: অনেক চ্যালেঞ্জ এসেছে, তা সত্ত্বেও আফগানিস্তানে উদ্ধারকাজ চালাতে পিছপা হয়নি ভারত। শুধু আফগানিস্তানেই নয়, বিশ্বের যে কোনও প্রান্তে যদি ভারতীয়রা সমস্যায় পড়েন, তাহলে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভারত। শনিবার জালিয়ানওয়ালাবাগ স্মৃতি সৌধ ভার্চুয়ালি উদ্বোধন করতে গিয়ে এমনটাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জালিয়ানওয়ালাবাগ স্মৃতি সৌধ সংস্কারের পর নতুন করে উদ্বোধনের পর ভিডিয়ো লিঙ্কের মাধ্যমে শনিবার তা উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। আর সেখানেই আফগানিস্তানের উদ্ধারকাজ তথা ‘অপারেশন দেবী শক্তি’র কথা উল্লেখ করেন তিনি।

এ দিন প্রধানমন্ত্রী জানান, আফগানিস্তান ভারতীয় ও আফগান মিলিয়ে কয়েক’শ মানুষকে উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, শিখ ধর্মগ্রন্থ ‘গুরু গ্রন্থ সাহিব’ও যথাযথ সম্মানের সঙ্গে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিই হোক বা আফগানিস্তানের বর্তমান অবস্থা, ভারতীয় নাগরিকদের সাহায্য করতে কখনও পিছপা হয়নি কেন্দ্রীয় সরকার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ বিশ্বের যে কোনও জায়গায় ভারতীয়রা সমস্যায় পড়লেই ভারত সর্বোতভাবে সাহায্যের জন্য প্রস্তুত থাকে। করোনা পরিস্থিতিই হোক বা আফগানিস্তান, বিশ্বের এমনই নজির তৈরি করেছে ভারত। অপারেশন দেবী শক্তির মাধ্যমে কয়েক’শ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে।’ তিনি জানান, পরিস্থিতি খুব একটা সহজ ছিল না। আফগানিস্তানে উদ্ধারকাজ চালাতে অনে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ভারতকে। কিন্তু ‘গুরুর কৃপা’তেই ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন মোদী। তিনি বলেন, ‘এমন কঠিন পরিস্থিতিতে পলিসি তৈরি করতে গুরুর শিক্ষা আমাদের সাহায্য করে।

এই প্রসঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইনেরও উল্লেখ করেন মোদী। তিনি বলেন, ‘গত কয়েক বছরে ভারত তার দায়িত্ব পালনে কঠোন পরিশ্রম করেছে। গুরুর থেকে পাওয়া মানবতার পাঠই সেই কাজ করতে সাহায্য করেছে।’ তাঁর কথায়, সেই মানবিকতার পাঠ মাথায় রেখেই এ পরিস্থিতিতে যারা সমস্যায় পড়েছেন তাঁদের সাহায্য করার জন্য নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করা হয়েছে। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ বিষয়টা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে। উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী, পাকিস্তান বা বাংলাদেশের মতো প্রতিবেশী রাষ্ট্র থেকে হিন্দু, শিখ, ক্রিশ্চান, বৌদ্ধ, জৈন বা পারসিরা ভারতে এসে আশ্রয় নিতে পারেন।

তালিবানরা আফগানিস্তানের রাজধানী কাবুলে দখল নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সেখানকার অমুসলিম নাগরিকদের ভারতে আশ্রয় দিতে উদ্যোগী হয় কেন্দ্রীয় সরকার। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, কাবুল ও ভারতের মধ্যে একবার বাণিজ্যিক বিমানযাত্রা শুরু হলেই সে দেশের হিন্দু এবং শিখদের নিয়ে আসার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর একাধিক হিন্দু ও শিখকে ভারতে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের প্রাক্তন সরকারের অনেক নেতাও। আরও পড়ুন: উৎসবের মুখে করোনা নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র, গাইডলাইনের মেয়াদ বাড়ল আরও এক মাস

Next Article