লাগাতার ড্রোনের আনাগোনা কেন? তুমুল প্রতিবাদ ভারতের, কম্যান্ডার বৈঠকে ‘মাথা হেট’ পাকিস্তানের
India-Pakistan Commander Level Meeting: গতকালের বৈঠকে একদিকে যেমন উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে, তেমনই ক্রমাগত ড্রোন হামলা চালাবনোর প্রচেষ্টা নিয়েও প্রতিবাদে সরব হয়েছে ভারত।
জম্মু: উপত্যকায় ড্রোনের গতিবিধি নিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানকে এক হাত নিল ভারত। সংঘর্ষ বিরতি ঘোষণার পর প্রথমবার মুখোমুখি হল সীমান্তরক্ষী বাহিনী ও পাকিস্তান রেঞ্জারস। সেই বৈঠকে জম্মু-কাশ্মীরে ড্রোনের গতিবিধি নিয়ে প্রতিবাদ জানিয়েছে বিএসএফ, এমনটাই সূত্রের খবর।
শনিবারই সুচেতাগঢ় আন্তর্জাতিক সীমান্তের কাছে দুই দেশের কম্য়ান্ডার স্তরে বৈঠক হয়। জানা গিয়েছে, পাকিস্তানের তরফেই বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছিল। বিএসএফের মুখপাত্র জানান, বৈঠকে দুই দেশের মধ্যে সীমান্ত সহ অন্যান্য সমস্যার সৃষ্টি হলে ফিল্ড কম্যান্ডারদের মধ্যে আলোচনা করা হয়েছে। দুই দেশেরই সীমান্তরক্ষী বাহিনীর কম্যান্ডাররা নিজেদের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন।
Today,a Sector Commander level meeting held between Border Security Force and Pakistan Rangers on International Border in Suchetgarh area to maintain peace and harmony at International Border.#BSFJAMMU@BSF_India@PMOIndia@HMOIndia@PIB_India@ANI @PTI_News@DDNewslive pic.twitter.com/6CHfBM1ASR
— BSF JAMMU (@bsf_jammu) July 24, 2021
গতকালের বৈঠকে একদিকে যেমন উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে, তেমনই ক্রমাগত ড্রোন হামলা চালাবনোর প্রচেষ্টা নিয়েও প্রতিবাদে সরব হয়েছে ভারত। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গা থেকে যে গোপন সুড়ঙ্গগুলির খোঁজ মিলেছিল , তা নিয়েও বিএসএফের তরফে পাকিস্তানের কড়া সমালোচনা করা হয়।
ভারতের অভিযোগ, গত ফেব্রুয়ারি মাসেই দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হলেও পাকিস্তান ঘুরপথে কখনও সুড়ঙ্গের মাধ্যমে, কখনও আবার রাতের অন্ধকারে সীমান্ত টপকে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। একমাস আগেই জম্মুর বায়ুসেনার ঘাঁটিতে যে ড্রোন হামলা চালানো হয় এবং তারপর নিয়মিত ড্রোনের গতিবিধি নিয়েও বিএসএফের তরফে প্রতিবাদ জানানো হয়।
বৈঠকের শেষে ভারত ও পাকিস্তান- দুই দেশের তরফেই সীমান্তে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসএফের মুখপাত্র। আরও পড়ুন: বাড়তে পারে পাইলট ক্যাম্পের দর, রবিবারের বৈঠকে মন্ত্রীত্বও খোয়াতে পারেন অনেকে!