India’s Daily COVID-19 Update: শিকেয় সচেতনতা, একদিনেই আক্রান্ত প্রায় সাড়ে ৩ লাখ! উর্ধ্বমুখী সংক্রমণের হারও

India's Daily COVID-19 Update: কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার জন, যা গতকালের তুলনায় ৯ শতাংশ বেশি।

India's Daily COVID-19 Update: শিকেয় সচেতনতা, একদিনেই আক্রান্ত প্রায় সাড়ে ৩ লাখ! উর্ধ্বমুখী সংক্রমণের হারও
ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 21, 2022 | 11:01 AM

নয়া দিল্লি: দেশে আরও কিছুটা বাড়ল করোনার দৈনিক সংক্রমণ (COVID-19)। বৃহস্পতিবারই বিগত আট মাসের রেকর্ড ভেঙে দৈনিক সংক্রমণের ৩ লক্ষের গণ্ডি পার করেছিল, এদিন তা আরও কিছুটা বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার জন, যা গতকালের তুলনায় ৯ শতাংশ বেশি। দেশে সংক্রমণের হারও  (Positivity Rate) ১৬.৪১ শতাংশ থেকে বেড়ে ১৭.৯৪ শতাংশে দাঁড়িয়েছে।

চার কোটির দিকে এগোচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা:

দেশে ক্রমশ বেড়েই চলেছে করোনা সংক্রমণ। নতুন বছরের শুরু থেকেই দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি পার করে লাখের গণ্ডিতে প্রবেশ করেছে। গত ২৪ ঘণ্টাতেও নতুন করে ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন করোনা আক্রান্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯১ লক্ষের ঘরে প্রবেশ করেছে। ওমিক্রনের দাপটে এভাবেই যদি করোনা সংক্রমণ বাড়তে থাকে, তবে আগামী কয়েকদিনের মধ্যেই মোট আক্রান্তের সংখ্য়া ৪ কোটির গণ্ডি পার করে যাবে।  বিশ্বে করোনা সংক্রমণের নিরিখেও আমেরিকার পরই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ওমিক্রন সংক্রমণও ক্রমশ বাড়ছে। বর্তমানে দেশে মোট ওমিক্রন রোগীর সংখ্যা ৯৬৯২। দেশের ২৯টি রাজ্যেই এই ভ্য়ারিয়েন্ট ছড়িয়ে পড়েছে।

নিম্নমুখী সুস্থতার হার, বাড়ছে সক্রিয় রোগী:

সংক্রমণ বাড়ার ফলে সক্রিয় রোগীর সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্য়া ২০ লক্ষ ১৮ হাজার ৮২৫। বিগত ২৩৫ দিনে এটিই সর্বোচ্চ সক্রিয় রোগীর সংখ্যা। দেশের মোট সংক্রমণের ৫.২৩ শতাংশই সক্রিয় রোগী। এদিকে, কমতে শুরু করেছে সুস্থতার হারও। বছরের প্রথম দিকেই যেখানে সুস্থতার হার ৯৮ শতাংশে ছিল, তা বর্তমানে কমে দাঁড়িয়েছে ৯৩.৫০ শতাংশে। দৈনিক সংক্রমণের হারও ১৬.৪১ শতাংশ থেকে বেড়ে ১৭.৯৪ শতাংশে পৌঁছেছে। সাপ্তাহিক সংক্রমণের হারও ১৬.৫৬ শতাংশে পৌঁছেছে।

উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা:

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টাতেই দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৭০৩ জনের। দেশের ১৩টি রাজ্যেই দৈনিক মৃতের ,সংখ্যা ১০ পার করেছে। উদ্বেগ বাড়ছে রাজ্যে করোনায় মৃত্যু নিয়েও। তবে মৃত্যু হারের বৃদ্ধির কারণ নিয়ে এখনও ব্যাখ্যা দিতে পারেননি চিকিৎসক-বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে, সংক্রমণ অনেক দেরীতে ধরা পড়ায় বা দেরীতে চিকিৎসা শুরু করার কারণেই মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

কোন রাজ্যে কেমন সংক্রমণ?

সংক্রমণের নতুন ঢেউয়ে এবারও সবথেকে বেশি প্রভাবিত হচ্ছে মহারাষ্ট্র। সেখানে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৯৭ জন। এদের মধ্যে ১২৫ জন আবার ওমিক্রনে আক্রান্ত। গত একদিনে মহারাষ্ট্রে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৭ জনের।

মহারাষ্ট্রের পার্শ্ববর্তী রাজ্য গুজরাটেও বেড়েছে সংক্রমণ। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪৮৫ জন, যা একদিনে সর্বোচ্চ সংক্রমণ। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখের গণ্ডি পার করল। করোনা সংক্রমণে একদিনে মৃত্য়ুও হয়েছে ১৩ জনের।

অন্যদিকে, দিল্লিতে সংক্রমণ নিম্নমুখী হলেও উদ্বেগ বেড়েছে মৃত্যু হার নিয়ে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩০৬ জন, মৃত্যু হয়েছে ৪৩ জনের। বর্তমানে দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৬০ হাজার ২৭২।

ব্যাপক হারে সংক্রমণ বেড়েছে দক্ষিণী রাজ্য কেরলে। সেখানে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৩৮৭ জন, যা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। এই নিয়ে কেরলে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়াল ৫৪ লক্ষ ৮৭ হাজার ৮৯৮-এ।