India’s COVID-19 Cases: রেকর্ড ভাঙল ৪ মাসের! দেশে একদিনেই করোনা আক্রান্ত ১৭ হাজারের বেশি

India's COVID-19 Cases: স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ২৮৪-এ। গত ২৪ ঘণ্টাতেই সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪২৯৪।

India's COVID-19 Cases: রেকর্ড ভাঙল ৪ মাসের! দেশে একদিনেই করোনা আক্রান্ত ১৭ হাজারের বেশি
দৈনিক সংক্রমণ বাড়ল রাজ্যে।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2022 | 12:50 PM

নয়া দিল্লি: চিন্তা বাড়ছে করোনা নিয়ে। দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেই এক ধাক্কায় দেশে আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন। গত ২০ ফেব্রুয়ারির পর এই প্রথম দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ১৭ হাজারের গণ্ডি পার করেছে। একদিনেই দেশে আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ায়, সংক্রমণের নতুন ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

দেশে দৈনিক আক্রান্তের পাশাপাশি একদিনে মৃতের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৯৫৪-এ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ২৮৪-এ। গত ২৪ ঘণ্টাতেই সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪২৯৪। দেশের মোট আক্রান্তের ০.২ শতাংশ সক্রিয় রোগী।

ঊর্ধ্বমুখী পশ্চিমবঙ্গের সংক্রমণও-

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৫ জন। তবে সংক্রমণে কারোর মৃত্যু হয়নি। অন্য়দিকে, একদিনেই রাজ্যে করোনা সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৭১ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ।

চিন্তা বাড়াচ্ছে পাঁচ রাজ্যের সংক্রমণই-

কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশের মোট পাঁচটি রাজ্য় থেকেই সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলছে। এরমধ্যে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৮ জন। এরপরেই রয়েছে কেরল, সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮৯০ জন। দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৩৪ জন। দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতেও বাড়ছে করোনা সংক্রমণ। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩ জন। হরিয়ানাতেও একদিনে ৮৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন।

দিল্লিতে একদিনেই করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার যেখানে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৯২৬ ছিল, সেখানেই গত ২৪ ঘণ্টায় তা বেড়ে দাঁড়ায় ১৯৩৪-এ। গত ৪ ফেব্রুয়ারির পর এই প্রথম আক্রান্তের সংখ্যা ২ হাজারের কাছাকাছি পৌঁছল।

দেশে করোনা সংক্রমণ ঊদ্ধমুখী হতেই গতকাল জরুরি বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী সমস্ত রাজ্যে নজরদারি বাড়ানো ও জিনোম সিকোয়েন্সিংয়ের উপরই বিশেষ জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন।