Sheikh Hasina: শেখ হাসিনাকে আরও কিছুটা সময় দিতে চায় ভারত, জানালেন জয়শঙ্কর

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 06, 2024 | 12:18 PM

All Party Meeting: বৈঠকে উপস্থিত নেতাদের বাংলাদেশের পরিস্থিতি নিয়েও যাবতীয় তথ্য জানান বিদেশমন্ত্রী জয়শঙ্কর। পড়শি দেশের উত্তপ্ত পরিস্থিতির জেরে ভারতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি, অর্থনৈতিক ও কূটনৈতিক কী প্রভাব পড়তে পারে এবং সরকার এই মর্মে কী পদক্ষেপ করছে, তা নিয়েও ব্যাখ্যা দেন বিদেশমন্ত্রী।

Sheikh Hasina: শেখ হাসিনাকে আরও কিছুটা সময় দিতে চায় ভারত, জানালেন জয়শঙ্কর
Image Credit source: X

Follow Us

নয়া দিল্লি: অশান্ত বাংলাদেশ। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। আপাতত ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কোথায় যাবেন তিনি, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। এই ডামাডোল পরিস্থিতিতেই আজ, মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকেই উপস্থিত সাংসদদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বললেন, শেখ হাসিনাকে আরও কিছুটা সময় দিতে চায় সরকার।

সূত্রের খবর, এ দিন সংসদে সর্বদলীয় বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ভাবনা চিন্তার জন্য শেখ হাসিনার কিছুটা সময়ের প্রয়োজন। সরকার শেখ হাসিনাকে কিছু সময় দিতে চায়।”

বৈঠকে উপস্থিত নেতাদের বাংলাদেশের পরিস্থিতি নিয়েও যাবতীয় তথ্য জানান বিদেশমন্ত্রী জয়শঙ্কর। পড়শি দেশের উত্তপ্ত পরিস্থিতির জেরে ভারতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি, অর্থনৈতিক ও কূটনৈতিক কী প্রভাব পড়তে পারে এবং সরকার এই মর্মে কী পদক্ষেপ করছে, তা নিয়েও ব্যাখ্যা দেন বিদেশমন্ত্রী।

সূত্রের খবর, বাংলাদেশের নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তার পরিস্থিতি এবং নতুন সরকারের সঙ্গে কেমন সম্পর্ক হবে, তা নিয়ে কেন্দ্রের স্ট্রাটেজিও আলোচনা করেন বিদেশমন্ত্রী। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করা হবে, এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর।

তিনি আরও জানান, সরকার পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর রাখছে। বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গেও ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে প্রতিবেশী দেশে বসবাসকারী ভারতীয় ও সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে।

সূত্রের খবর, আগামী ২-৩ দিন ভারতেই থাকতে পারেন শেখ হাসিনা। এরপর পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওনা দিতে পারেন তিনি। তবে ব্রিটেন আশ্রয় দিতে অস্বীকার করায় ভারতেই পাকাপাকিভাবে হাসিনা থেকে যেতে পারেন, এমন গুঞ্জনও শুরু হয়েছে।

Next Article