Indian Embassy: ভারতীয়দের জন্য নয়া সতর্কবার্তা, এই দেশে যাওয়ার আগে চিন্তাভাবনা করতে বলল সরকার
Indian Embassy: মঙ্গলবার ভারতীয় দূতাবাসের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, বিগত কয়েক সপ্তাহ ধরে নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নাগরিকরা যেন সেই বিষয়টি মাথায় রেখেই বিশেষ প্রয়োজন ছাড়া ভ্রমণের কথা চিন্তাভাবনা করে।

তেহরান: পরিস্থিতি খারাপ। নিরাপত্তা নিয়ে বাড়ছে ঝুঁকি। তড়িঘড়ি দেওয়া হল ভারতীয়দের সতর্কবার্তা। প্রয়োজন ছাড়া ইরানে ভ্রমণ করতে বারণ করা হল ভারতীয় দূতাবাসের তরফে।
সম্প্রতিই মধ্য প্রাচ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ইরান-ইজরায়েলের সংঘাতের জেরে। বর্তমানে সংঘর্ষবিরতি চলছে দুই দেশের মধ্যে। এরই মধ্যে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে ফের একবার সতর্কবার্তা দেওয়া হল। নতুন করে নির্দেশিকা জারি করে ভারতীয় নাগরিকদের ইরানে ভ্রমণ করার কথা চিন্তাভাবনা করতে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া ইরানে আসতে বারণ করা হয়েছে।
মঙ্গলবার ভারতীয় দূতাবাসের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, বিগত কয়েক সপ্তাহ ধরে নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নাগরিকরা যেন সেই বিষয়টি মাথায় রেখেই ইরানে বিশেষ প্রয়োজন ছাড়া ভ্রমণের কথা চিন্তাভাবনা করে।
বর্তমানে ইরানে যে সকল ভারতীয় নাগরিকরা রয়েছেন, তাদেরও পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে এবং ভারত সরকারের জারি করা সতর্কতা অনুসরণ করে চলতে বলা হয়েছে। ভারতীয়রা যারা ইরান ছাড়তে চাইছেন, তাদের বাণিজ্যিক বিমান ও জাহাজে করে ফিরতে বলা হয়েছে।

