Indian Navy: এডেন উপসাগরে নৌসেনার দাপট! SOS পেয়েই ছুটে গেল ‘আইএনএস বিশাখাপত্তনম’

Indian Navy: জাহাজটিতে আগুন ধরে গিয়েছিল। সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জাহাজে ২২ জন ক্রু সদস্য ছিল। তার মধ্যে ভারতীয় নাগরিক ছিলেন ৯ জন। সকলেই অক্ষত আছেন, কোনও হতাহতের খবর নেই। এডেন উপসাগরে ফের দেখা গেল ভারতীয় নৌসেনার দাপট।

Indian Navy: এডেন উপসাগরে নৌসেনার দাপট! SOS পেয়েই ছুটে গেল 'আইএনএস বিশাখাপত্তনম'
এই জাহাজটিকেই উদ্ধার করল ভারতীয় নৌসেনাImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jan 18, 2024 | 3:48 PM

নয়া দিল্লি: এডেন উপসাগরে ফের দেখা গেল ভারতীয় নৌসেনার দাপট। ড্রোন হামলা দ্বারা শিকার হয়েছিল একটি মালবাহী জাহাজ। তারা সাহায্য চেয়ে ডাক পাঠানোর প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে জাহাজটিকে উদ্ধার করল ভারতীয় সেনার রণতরী, ‘আইএনএস বিশাখাপত্তনম’। জাহাজটির ক্ষতি পরীক্ষা করে সেটিকে প্রয়োজনীয় সহায়তা দেয় নৌসেনা। একটি বিবৃতিতে নৌবাহিনী জানিয়েছে, এডেন উপসাগরে জলদস্যু বিরোধী টহলদারিতে নিযুক্ত ছিল আইএনএস বিশাখাপত্তনম। ১৮ জানুয়ারি ভোর তিনটে নাগাদ, এমভি জেনকো পিকার্ডি নমে একটি জাহাজ এসওএস পাঠিয়েছিল। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে জাহাজটিকে উদ্ধার করে নৌবাহিনী।

জাহাজটিতে আগুন ধরে গিয়েছিল। সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জাহাজে ২২ জন ক্রু সদস্য ছিল। তার মধ্যে ভারতীয় নাগরিক ছিলেন ৯ জন। সকলেই অক্ষত আছেন, কোনও হতাহতের খবর নেই। এমভি জেনকো পিকার্ডি জাহাজটির কাছে পৌঁছনোর পর, নৌবাহিনীর বোমা বিশেষজ্ঞরা জাহাজটিতে ওঠেন। জাহাজের যে অংশে ড্রোন হামলা হয়েছিল, সেই ক্ষতিগ্রস্ত অংশটি পরিদর্শন করেন তাঁরা। পুঙ্খানুপুঙ্খ পরিদর্শনের পর জাহাজটিকে তাঁরা চলার জন্য নিরাপদ বলে ঘোষণা করেন। এরপর, জাহাজটি তার পরবর্তী গন্তব্যের দিকে এদিয়ে যায়।

ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলিতে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ক্রমে বাড়ছে। লোহিত সাগর বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ সমূদ্রপথ। কাজেই এই পথে বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা বিঘ্নিত হলে তেল-সহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে। এই পরিস্থিতিতে ভারতীয় নৌবাহিনী প্রধান, অ্যাডমিরাল আর হরি কুমার লোহিত সাগরে দৃঢ়ভাবে এই সকল জলদস্যু হানার মোকাবেলা করার নির্দেশ দিয়েছেন। নিরাপত্তার স্বার্থে, ‘আইএনএস বিশাখাপত্তনম’ জাহাজটিকে পাঠানো হয়েছে লোহিত সাগরে।

এর আগে, ২৩ ডিসেম্বর ভারতের পশ্চিম উপকূলের নিকটবর্তী এলাকায়, এমভি কেম প্লুটো নামে লাইবেরিয়ার পতাকায় চলা একটি মালবাহী জাহাজে ড্রোন হামলার হয়েছিল। সেই জাহাজে ক্রু সদস্য হিসেবে ২১ জন ভারতীয় ছিলেন। এমভি কেম প্লুটোর আগে, ভারতের আসার পথে দক্ষিণ লোহিত সাগরে আরও একটি বাণিজ্যিক তেল ট্যাঙ্কারে একই দিনে ড্রোন হামলার হয়েছিল। সেই জাহাজটিতে ২৫ জন ভারতীয় ছিলেন। তার আগে ১৪ ডিসেম্বর, এমভি রুয়েন নামে মাল্টার পতাকায় চলা আরও একটি বাণিজ্যিক জাহাজকে অপহরণ করেছিল জলদস্যুরা।