Government Holiday: ২২ জানুয়ারি হাফ ডে ছুটি ঘোষণা করল কেন্দ্র

Ram Temple: আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। দেশ-বিদেশের কয়েক হাজার অতিথির উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন। অযোধ্যা থেকে সরাসরি সেই অনুষ্ঠান টিভি চ্যানেল-সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে। জনগণের উন্মাদনার কথা বিবেচনা করে এবার বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

Government Holiday: ২২ জানুয়ারি হাফ ডে ছুটি ঘোষণা করল কেন্দ্র
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্রImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 18, 2024 | 5:00 PM

নয়া দিল্লি: আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। দেশ-বিদেশের কয়েক হাজার অতিথির উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন। স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা দেশে উন্মাদনা তুঙ্গে। অযোধ্যা থেকে সরাসরি সেই অনুষ্ঠান টিভি চ্যানেল-সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে। জনগণের উন্মাদনার কথা বিবেচনা করে এবার বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আগামী ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসে অর্ধদিবস ছুটি থাকবে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসে হাফ ডে ছুটির ঘোষণা করেছেন।

রাম মন্দির ট্রাস্ট সূত্রে জানানো হয়েছে, রাম মন্দিরের উদ্বোধন ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান ১৬ জানুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে। তবে মূল অনুষ্ঠান হবে আগামী ২২ জানুয়ারি। সেদিন নির্দিষ্ট তিথি মেনে দুপুর সাড়ে ১২টায় বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পুজো-অর্চনা শুরু হবে এবং চলবে দুপুর আড়াইটে পর্যন্ত। তাই এই অনুষ্ঠান উদযাপন করতে সেদিন সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানে হাফ ডে ছুটি থাকবে বলে সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে যোগী আদিত্যনাথের সরকার আগেই অযোধ্যা-সহ গোটা উত্তর প্রদেশে সমস্ত স্কুল, সরকারি অফিসে ছুটি ঘোষণা করেছিল। আবার ইন্ডিয়া বার কাউন্সিলের চেয়ারম্যান মানাান কুমার মিশ্র ২২ জানুয়ারি ছুটি মঞ্জুর করার জন্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়েছেন। যদিও এখনও সেই চিঠির জবাব মেলেনি। তবে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে ২২ জানুয়ারি উত্তর প্রদেশ-সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যেও মদ কেনা-বেচায় নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। যোগী সরকার সেদিন রাজ্যে মাছ, মাংস ও মদে ও নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।