AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railway News: সংরক্ষিত টিকিট বুকিংয়ে এবার নয়া নিয়ম, পুজোর মধ্যে বড় বদল রেলের

Indian Railway Ticket Booking: ভারতীয় রেলসূত্রে জানা গিয়েছে, রেল কাউন্টারে বুকিংয়ের সময় এবং পদ্ধতি একই থাকবে। কিন্তু অনলাইনের ক্ষেত্রে বুকিং চালু হওয়ার প্রথম ১৫ মিনিটের মধ্য়ে আধার পরিচয়পত্র ছাড়া টিকিট বুকিং করা সম্ভব হবে না। আর ইতিমধ্যেই নতুন বিধি অনুযায়ী IRCTC ও CRIS সিস্টেম আপডেট করার নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক।

Indian Railway News: সংরক্ষিত টিকিট বুকিংয়ে এবার নয়া নিয়ম, পুজোর মধ্যে বড় বদল রেলের
প্রতীকী ছবিImage Credit: PTI
| Updated on: Sep 16, 2025 | 3:52 PM
Share

নয়াদিল্লি: বদলে যাচ্ছে সংরক্ষিত টিকিট বুকিংয়ের পদ্ধতি। পয়লা অক্টোবর থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম। জালিয়াতি এবং অপব্যবহার রুখতেই এবার আগের তুলনায় আরও একটু বেশি কঠোর হচ্ছে রেল। টিকিট কাটতে গেলে প্রথম ১৫ মিনিট আধার কার্ড বাধ্যতামূলক।

ভারতীয় রেলসূত্রে জানা গিয়েছে, রেল কাউন্টারে বুকিংয়ের সময় এবং পদ্ধতি একই থাকবে। কিন্তু অনলাইনের ক্ষেত্রে বুকিং চালু হওয়ার প্রথম ১৫ মিনিটের মধ্য়ে আধার পরিচয়পত্র ছাড়া টিকিট বুকিং করা সম্ভব হবে না। আর ইতিমধ্যেই নতুন বিধি অনুযায়ী IRCTC ও CRIS সিস্টেম আপডেট করার নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। সেই মতো সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস বা CRIS ও IRCTC-র সঙ্গে যুক্ত কর্তারা তাদের কাজও শুরু করে দিয়েছেন। অক্টোবর পর্যন্ত ডেডলাইন। পুজোর মাঝেই শুরু হওয়া প্রক্রিয়ার জন্য তড়িঘড়ি কাজ করছে তারা।

হঠাৎ করেই কেন এই নতুন বিধির প্রয়োজন পড়ল? জানা গিয়েছে, সংরক্ষিত টিকিটের অপব্যবহার ও জালিয়াতি রুখতেই আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। অনেক সময়েই এজেন্টের বিরুদ্ধে বুকিং শুরুর সঙ্গে সঙ্গে একই সময়ে একাধিক টিকিট কেটে রাখার অভিযোগ তোলেন যাত্রীরা। যার জেরে বহু মানুষই সংরক্ষিত টিকিট পান না। আর পেলেও বেশি দাম দিয়ে কিনতে হয়’থার্ড পার্টি’ কারওর থেকে। তাই কালোবাজারি রুখতেই এবার বড় পদক্ষেপ রেলের। যার জেরে টিকিট কাটার জন্য প্রথম ১৫ মিনিট পর্যন্ত আধার কার্ডের ‘অথেন্টিকেশন’ বা যাচাই বাধ্যতামূলক।