Indian Railways: রাউন্ড ট্রিপের টিকিট কাটলেই পাবেন বিরাট ছাড়! পুজোর আগেই রেলের বিরাট ঘোষণা
Indian Railways: ভ্রমণপিপাসীদের কথা মাথায় রেখেই রাউন্ড ট্রিপ প্যাকেজ শুরু করছে ভারতীয় রেল। যাওয়া এবং আসার টিকিট একসঙ্গে কাটলে মিলবে টিকিটে ২০ শতাংশ ছাড়। এছাড়াও মিলবে আরও বিশেষ কিছু সুবিধা।

নয়া দিল্লি: পুজোর মরশুমে রেলের বিরাট ঘোষণা। এবার ট্রেনের টিকিট কাটলেই মিলবে বিরাট ডিসকাউন্ট। ভারতীয় রেলের তরফে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে টিকিটে বড়সড় ছাড়ের ঘোষণা করা হল। এতে বিশাল উপকৃত হবেন পর্যটকরা।
ভ্রমণপিপাসীদের কথা মাথায় রেখেই রাউন্ড ট্রিপ প্যাকেজ শুরু করছে ভারতীয় রেল। যাওয়া এবং আসার টিকিট একসঙ্গে কাটলে মিলবে টিকিটে ২০ শতাংশ ছাড়। এছাড়াও মিলবে আরও বিশেষ কিছু সুবিধা।
রেলের তরফে ঘোষণা করা হয়েছে, উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার কথা মাথায় এনেই বিশেষ প্যাকেজ আনা হয়েছে। যাতায়াতের টিকিট একসঙ্গে কাটলে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে দূরপাল্লার ট্রেনে। রেলের তরফে এই প্রথম কোনও ডিসকাউন্ট প্যাকেজের ঘোষণা করা হল।
তবে এই অফার সীমিত সময়ের জন্যই। ১৩ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত এই রাউন্ড ট্রিপের সুবিধা পাওয়া যাবে।
ভারতীয় রেলের বিবৃতি অনুযায়ী, আগামী ১৪ অগস্ট থেকে বুকিং শুরু হবে এই প্যাকেজের। ২৬ অক্টোবর পর্যন্ত এই টিকিট বুক করা যাবে। ১৩ অক্টোবর বা তার পরে যাদের ভ্রমণের পরিকল্পনা, তারা ১৪ অগস্ট থেকে এই প্য়াকেজের অধীনে টিকিট কাটতে পারবেন। রিটার্ন টিকিটও ওই সময়ই কাটতে পারবেন। ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের সময়সীমার জন্য় রিটার্ন টিকিট বুক করা যাবে। এক্ষেত্রে রিটার্ন টিকিটে অ্যাডভান্সড রিজার্ভেশন পিরিয়ডের নিয়ম কার্যকর হবে না।
দুই পিঠের যাতায়াতের টিকিট কনফার্ম হলেই রাউন্ড ট্রিপ প্য়াকেজের সুবিধা পাওয়া যাবে। সেক্ষেত্রে টিকিট বুক করলেই বেসিক ফেয়ারের উপরে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
তবে রাউন্ড ট্রিপ প্য়াকেজের অধীনে কাটা টিকিট বাতিল করলে, তার টাকা রিফান্ড পাওয়া যাবে না। রেল ডিসকাউন্ট কুপন, ভাউচার বা রেল পাসও কার্যকর হবে না এই প্যাকেজে টিকিট বুক করলে।

