Train Service Resume: লাইনের ধারে এখনও পড়ে অভিশপ্ত কামরাগুলি, বাহানগার লাইন ধরেই ছুটল পুরুষোত্তম-শালিমার এক্সপ্রেস
Coromandel Express Accident: গতকালই রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব জানিয়েছিলেন, বুধবারের মধ্যে বালেশ্বর রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। তবে যে গতিতে কাজ হয়েছে এবং বর্তমানেও হচ্ছে, তাতে মঙ্গলবারের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
নয়া দিল্লি: বিগত ৫ বছরে এত বড় রেল দুর্ঘটনা দেখা গিয়েছে কিনা, তা মনে করতে পারছেন না সাধারণ মানুষ। শুক্রবার রাতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)। চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে পড়ায়, সেই লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে মালগাড়ির উপরে উঠে যায় করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন ও কয়েকটি কামরা। লাইনচ্যুত হওয়া কামরাগুলির সঙ্গে আবার ধাক্কা লাগে ডাউন যশবন্তপুর এক্সপ্রেসের। মর্মান্তিক এই দুর্ঘটনায় কমপক্ষে ২৭৫ জনের মৃত্য়ু হয়েছে। আহত ৭০০-রও বেশি। দুর্ঘটনার আড়াইদিন পর, আজ সোমবার থেকে ফের বালেশ্বরের লাইনে চালু হল রেল চলাচল (Train Serive Resumed)। রবিবার রাতেই এই লাইনে সফল ট্রায়াল রান হয় মালগাড়ির। আজ প্যাসেঞ্জার ট্রেনও (Passenger Trains) যাতায়াত শুরু করল।
দুর্ঘটনার রাত থেকে পরদিন, গোটা সময়টাই ব্যয় হয়েছিল উদ্ধারকাজে। শনিবার রাতেই রেলের তরফে জানানো হয়, উদ্ধারকাজ শেষ হয়েছে, এবার লাইন সারাইয়ের কাজ শুরু হবে। রবিবার সকাল থেকেই পুরোদমে সেই কাজ শুরু হয়। রাতারাতি ২৪ ঘণ্টারও কম সময়ে বালেশ্বরের বাহানগাতে পাতা হয় নতুন রেললাইন। কাজের সম্পূর্ণ তদারকি করছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রবিবার রাতেই তাঁর উপস্থিতিতে প্রথমে ডাউন লাইনে ও পরে আপ লাইনে মালগাড়ির ট্রায়াল রান করা হয় সফলভাবে।
#WATCH | Indian Railways has started running passenger trains on the tracks which were affected due to #TrainAccident in Odisha’s Balasore pic.twitter.com/E9NTCv1ieO
— ANI (@ANI) June 5, 2023
এদিন সকাল থেকে ওই লাইনে যাত্রীবাহী রেল চলাচলও শুরু হয়। শালিমার ও ডাউন পুরুষোত্তম এক্সপ্রেস বাগানগার ওই নতুন লাইনের উপর দিয়ে গিয়েছে। ট্রেন যাতায়াতের সময়ে দেখা যায়, লাইনের পাশেই দাঁড়িয়ে রয়েছেন কর্মীরা, যারা বিগত দুইদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এই লাইনের সংস্কার ও নতুন লাইন পেতেছেন। পাশেই ফাঁকা জমিতে এখনও পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের দুমড়ে-মুচড়ে যাওয়া কামরাগুলি।
#WATCH | Odisha: Latest visuals from the spot where the deadly #BalasoreTrainTragedy took place.
After the completion of restoration work, train movement was resumed yesterday night pic.twitter.com/Q6AytOaTo2
— ANI (@ANI) June 5, 2023
এক নজরে দেখে নেওয়া যাক কোন ট্রেনগুলি চলল বাহানগার রুট দিয়ে-
১. হাওড়া-পুরী সুপার ফাস্ট
২. শালিমার-তিরুঅনন্তপুরম সুপার ফাস্ট
৩. হাওড়া-পুদুচেরি সুপার ফাস্ট
৪. গুয়াহাটি বেঙ্গালুরু সুপার ফাস্ট
৫. হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল
৬. হাওড়া-বেঙ্গালুরু সুপার ফাস্ট
এর সঙ্গে তিনটি মেমু এবং একটা মালগাড়ি
ডাউন লাইন
১. ওড়িশা সম্পর্কক্রান্তি এক্সপ্রেস
২. পুরী-শালিমার সাপ্তাহিক সুপারফাস্ট
৩. সমতা এক্সপ্রেস
৪. জগন্নাথ এক্সপ্রেস
এছাড়া ৪টি লোকাল ট্রেন এবং দু’টো মালগাড়িও চলে।
গতকালই রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব জানিয়েছিলেন, বুধবারের মধ্যে বালেশ্বর রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। তবে যে গতিতে কাজ হয়েছে এবং বর্তমানেও হচ্ছে, তাতে মঙ্গলবারের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।