AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISRO: সিঙ্গাপুরের ২টি উপগ্রহকে সফলভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাল ইসরো

ফের ইতিহাস গড়ল ইসরো। দুটি কৃত্রিম উপগ্রহকে সফলভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

ISRO: সিঙ্গাপুরের ২টি উপগ্রহকে সফলভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাল ইসরো
সিঙ্গাপুরিয়ান উপগ্রহের সফল উৎক্ষেপণ শ্রহরিকোটায়।
| Edited By: | Updated on: Apr 22, 2023 | 11:44 PM
Share

শ্রীহরিকোটা: ফের ইতিহাস গড়ল ইসরো। দুটি কৃত্রিম উপগ্রহকে সফলভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকেই পোলার স্যাটেলাইট যান, PSLV-C55-এর মাধ্যমেই দুটি সিঙ্গাপুরের কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়। কৃত্রিম উপগ্রহ দুটির সফল উৎক্ষেপণের পর টুইট করে শুভেচ্ছাবার্তা দিয়েছেন ISRO প্রধান এস. সোমনাথ। তিনি বলেন, PSLV-C55/TeLEOS-2 মিশনের জন্য অভিনন্দন। সিঙ্গাপুরের দুটি কৃত্রিম উপগ্রহ সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে।

ইসরো সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ২টো বেজে ১৯ মিনিট নাগাদ PSLV-C55/TeLEOS-2 মিশন সফল হয়। দুটি কৃত্রিম উপগ্রহ সফলভাবে কক্ষপথে পৃথিবীর স্থাপন করা হয়। এই দুটি কৃত্রিম উপগ্রহের কক্ষপথে স্থাপন নিয়ে শেষ মুহূর্তের উত্তেজনা ছিল তুঙ্গে।

জানা গিয়েছে, সিঙ্গাপুর সরকারের সঙ্গে চুক্তির ভিত্তিতে TeLEOS-2 এবং Lumelite-4 নামক দুটি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এই উপগ্রহ দুটির ওজন যথাক্রমে ৭৪১ কেজি ও ১৬ কেজি। প্রধান উপগ্রহ হিসাবে TeLEOS-2 দিনে ও রাতে সবসময় কাজ করবে এবং যে কোনও মরশুমেই সক্রিয় থাকবে। ফলে আবহাওয়ার আপডেট পাওয়া সহ বিমান দুর্ঘটনার অনুসন্ধান, উদ্ধার অভিযানের মতো বিভিন্ন কাজে এই উপগ্রহটি ব্যবহার করা যেতে পারে বলে ইসরো সূত্রে খবর।