AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jammu and Kashmir Statehood: পূর্ণ রাজ্যের মর্যাদা পাচ্ছে কাশ্মীর? মোদী-শাহের রাষ্ট্রপতি সাক্ষাতের পর তুঙ্গে জল্পনা

Jammu and Kashmir Statehood: দু'টি প্রসঙ্গে আপাতত গুঞ্জন ছড়িয়েছে নানা মহলে। এক, উপরাষ্ট্রপতি নির্বাচন। দুই, জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্য হওয়ার সম্ভবনা। তবে গোটাটাই জল্পনা। উপরাষ্ট্রপতি নির্বাচন হবে, তা নিশ্চিত। তবে জম্মু-কাশ্মীর এখন জল্পনার খাতায়।

Jammu and Kashmir Statehood: পূর্ণ রাজ্যের মর্যাদা পাচ্ছে কাশ্মীর? মোদী-শাহের রাষ্ট্রপতি সাক্ষাতের পর তুঙ্গে জল্পনা
Image Credit: PTI
| Updated on: Aug 04, 2025 | 6:03 PM
Share

শ্রীনগর: পূর্ণ রাজ্যের মর্যাদা পেতে চলেছে উপত্যকা? গুঞ্জন ছড়িয়েছে নানা মহলে। এমনকি, চলতি মাসের শুরুতেই জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতাদের একের পর এক বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি, রবিবার রাষ্ট্রপতির সঙ্গে একে একে গিয়ে দেখা করেন প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

গতকাল দিল্লির রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন দেশের দুই সাংবিধানিক প্রধান। রাষ্ট্রপতি ভবনের এক্স হ্যান্ডেলে জানানো হয়, “প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী উভয়েই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন।” কিন্তু কী নিয়ে আলোচনা হল? সেই নিয়ে বিশেষ কিছু জানা না গেলেও দু’টি প্রসঙ্গে আপাতত গুঞ্জন ছড়িয়েছে নানা মহলে। এক, উপরাষ্ট্রপতি নির্বাচন। দুই, জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্য হওয়ার সম্ভবনা। তবে গোটাটাই জল্পনা। উপরাষ্ট্রপতি নির্বাচন হবে, তা নিশ্চিত। তবে জম্মু-কাশ্মীর এখন জল্পনার খাতায়।

নয়াদিল্লি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গল এনডিএ শরিকের সমস্ত সাংসদদের নিয়ে একটি বৈঠকে বসতে চলেছেন। কিন্তু বৈঠক? সে তো স্বাভাবিক, মাঝে মধ্য়েই হয়। এতে জল্পনার কী কারণ রয়েছে? একাংশ বলছেন, এই বৈঠক হবে অনুচ্ছেদ ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তির দিন। আজ থেকে ছয় বছর আগে ওই দিনেই কাশ্মীরে বাতিল হয়েছিল এই অনুচ্ছেদ। আর সেদিনেই বৈঠক। ফলত জল্পনা উস্কে দেওয়ার জায়গা তৈরি হয়েছে যথেষ্ট।

উল্লেখ্য, এই মাসের প্রথম দুই দিনে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি প্রধান সাত শর্মা ও লাদাখের গর্ভনর কভিন্দর গুপ্তর সঙ্গে বৈঠক করেন। সোমবার আবার শাহের সঙ্গে দেখা করতে যান জম্মু-কাশ্মীরের শিয়া গোষ্ঠীর প্রেসিডেন্ট ইমরান রাজা আনসারি।