Video: যে মহিলাকে ‘থাপ্পড়’ মারলেন তাঁরই প্রণাম পেলেন মন্ত্রী
Karnataka minister slap case: ভাইরাল ভিডিয়োতে প্রকাশ্যে এক মহিলাকে থাপ্পড় মারতে দেখা গেল কর্ণাটকের এক মন্ত্রীকে। তারপর সেই মহিলারই প্রণাম পেলেন মন্ত্রী।
বেঙ্গালুরু: প্রকাশ্যে এক মহিলাকে থাপ্পড় মারতে দেখা গেল কর্ণাটকের এক মন্ত্রীকে। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিরোধী দলগুলি তো বটেই, সমাজের প্রায় সর্বস্তর থেকে এই ঘটনার সমালোচনা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার। চামরাজানগর জেলার হাঙ্গালায়, এক অনুষ্ঠানে জমির পাট্টা বিতরণ করেছিলেন কর্ণাটকের পরিকাঠামো উন্নয়ন মন্ত্রী ভি সোমান্না। সূত্রের খবর, সেখানে এক মহিলা মন্ত্রীকে তাঁর অভাব-অভিযোগের কথা জানাতে গিয়েছিলেন। এরপরই ওই থাপ্পড় কাণ্ড ঘটে। তবে, যে মহিলাকে ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, তিনি নিজেই জানিয়েছেন মন্ত্রী তাঁকে থাপ্পড় মারেননি।
ভাইরাল ভিডিয়োটির দৃশ্য অবশ্য অন্য কথা বলছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই মহিলা ভি সোমান্নার কাছাকাছি আসার চেষ্টা করছেন। তাঁকে আটকাতে ব্যস্ত মহিলা ও পুরুষ পুলিশকর্মীরা। মন্ত্রীর কাছে এসে পৌঁছতেই ওই মহিলার গালে মন্ত্রীকে থাপ্পড় মারতে দেখা যায়। এরপরও মহিলাকে সোমান্নার পা স্পর্শ করতে দেখা যায়। সূত্রের খবর, পরে থাপ্পড় কাণ্ডের জন্য মহিলার কাছে ক্ষমা চান সোমান্না।
“I went there to ask for help &requested him to give land. At the same time,I fell on his feet& somebody said that he (Karnataka Minister V Somanna) slapped me. There was no slap,it’s just an allegation against the minister. He consoled &helped me,” said the woman who was slapped pic.twitter.com/36ynwvmHyl
— ANI (@ANI) October 23, 2022
এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, ভি সোমান্নাকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা একটি ভিডিও বিবৃতিতে বলেন, “বিজেপির মন্ত্রীদের মাথায় উঠে গিয়েছে অহংকার। মন্ত্রিসভার একজন সিনিয়র সদস্য এক অসহায় মহিলাকে চড় মেরে মাটিতে ফেলে দিলেন। প্রধানমন্ত্রী লাল কেল্লা থেকে মহিলাদের সম্মানের কথা বলছেন। এইভাবেই কি আপনি ভারতের মহিলাদের সুরক্ষা দিচ্ছেন?”
সূত্রের খবর, কর্ণাটক ভূমি রাজস্ব আইনের ৯৪-এর গ ধারার অধীনে গ্রামীণ এলাকায় প্রায় ১৭৫ জনকে পাট্টা দেওয়া হচ্ছিল। ওই মহিলা জমির পাট্টা না পাওয়ার মন্ত্রীর কাছে তাঁর অভিযোগ জানাতে গিয়েছিলেন। সেই সময়ই ভি সোমান্না তাঁকে থাপ্পড় মেরেছিলেন। রবিবার, সংবাদ সংস্থা এএনআই-এর কাছে অবশ্য সম্পূর্ণ উল্টো দাবি করেছেন খোদ ওই মহিলা। তিনি বলেন, “আমি সেখানে সাহায্য চাইতে গিয়েছিলাম এবং তাঁকে জমি দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। আমি তার পায়ে ধরেছিলাম। অনেকে বলছে, ভি সোমান্না আমাকে থাপ্পড় মেরেছেন। কোনও থাপ্পড়ের ঘটনা ঘটেনি। এটা মন্ত্রীর বিরুদ্ধে একটা অভিযোগ মাত্র। তিনি আমাকে সান্ত্বনা দিয়েছেন এবং সাহায্যও করেছেন।”