Kerala Death: আগেই পুড়েছিল মন, এবার জ্বলল শরীর! প্রেম-প্রতিহিংসার এক নতুন গল্প…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 30, 2022 | 10:27 AM

Kerala Death: দীর্ঘদিন ধরেই ওই যুবতীকে চিনতেন ওই ব্যক্তি। মনে মনে পছন্দও করতেন তিনি। সম্প্রতিই ওই যুবতীর পরিবারে বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু ওই যুবতীর পরিবারের এক সদস্য সেই প্রস্তাব নাকচ করে দেন। কিছুদিনের মধ্যেই তাঁর বিয়ে অনত্র ঠিক করে দেওয়া হয়।

Kerala Death: আগেই পুড়েছিল মন, এবার জ্বলল শরীর! প্রেম-প্রতিহিংসার এক নতুন গল্প...
অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।

Follow Us

তিরুবনন্তপুরম: বহুদিন ধরেই মনে মনে স্বপ্ন বুনেছিলেন, কিন্তু এক নিমেষেই সেই স্বপ্ন ভেঙে গিয়েছিল প্রেয়সীর অন্যত্র বিয়ে ঠিক হয়ে যাওয়ায়। চেয়েছিলেন, প্রেয়সীকে জীবন্ত জ্বালিয়ে দিতে। কিন্তু নিজেই পুড়ে মারা গেলেন। ঘটনাটি ঘটেছে কেরলে। মঙ্গলবার মধ্যরাতে ওই ওই ব্যক্তি চুপিচুপি ওই যুবতীর বাড়িতে হাজির হয়। মই বেয়ে জানলা দিয়ে ঢুকে ওই যুবতীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিতে যায় সে, কিন্তু ঘটনাক্রমে ওই যুবতী বেঁচে গেলেও, মৃত্যু হয় ওই ব্যক্তির।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কেরলের নাদাপুরম জেলার জাথিয়েরিতে এই ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম রতনেশ। তিনি নন্দপুরমের ভালৈয়ামের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই ওই যুবতীকে চিনতেন ওই ব্যক্তি। মনে মনে পছন্দও করতেন তিনি। সম্প্রতিই ওই যুবতীর পরিবারে বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু ওই যুবতীর পরিবারের এক সদস্য সেই প্রস্তাব নাকচ করে দেন। কিছুদিনের মধ্যেই তাঁর বিয়ে অনত্র ঠিক করে দেওয়া হয়।

প্রেয়সীর অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবর পেয়েই রাগে ফেটে পড়েন ওই ব্যক্তি। বেশ কয়েকবার ওই যুবতীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও, যুবতীর তরফে থেকে কোনও জবাব মেলেনি। এরপরই মঙ্গলবার রাতে যুবতীর বাড়ির সামনে হাজির হয় ৪২ বছর বয়সী ওই ব্যক্তি। রাত আড়াইটে নাগাদ মই বেয়ে দোতলায় যুবতীর বেডরুমে পৌঁছয় ওই ব্যক্তি।

জানলা দিয়ে ঘরে ঢুকেই তিনি যুবতীর গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেন। কিন্তু দুর্ঘটনাক্রমে ওই ব্যক্তির গায়েই আগুন লেগে যায়। ওই ঘরেই তিনি পুড়ে মারা যান। এদিকে, ওই যুবতী, তাঁর ভাই ও বৌদি আগুনে পুড়ে সামান্য আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Next Article