Kishtwar cloudburst: কিস্তওয়ারে হড়পা বানে মৃত কমপক্ষে ৩৮, উদ্ধারকাজে নামল সেনাও
Kishtwar cloudburst: কিস্তওয়ারের পুলিশ কন্ট্রোল রুমের অফিসাররা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। প্রাকৃতিক এই বিপর্যয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শ্রীনগর: কয়েকদিন আগে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে বিধ্বস্ত হয়েছিল উত্তরাখণ্ড। এবার মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর। কিস্তওয়ার জেলায় হড়পা বানে এখনও পর্যন্ত কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২ জন সিআইএসএফ জওয়ান রয়েছেন। আহত হয়েছেন একশো জনের মতো। উদ্ধারকাজে হাত লাগিয়েছে সেনাও।
কিস্তওয়ারের পুলিশ কন্ট্রোল রুমের অফিসাররা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। প্রাকৃতিক এই বিপর্যয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডলে তিনি জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
জম্মু ও কাশ্মীরের মুখ্য়মন্ত্রী ওমর আবদুল্লা আগামিকাল স্বাধীনতা দিবসে তাঁর পূর্বনির্ধারিত সমস্ত সাংস্কৃতিক কর্মসূচি বাতিল করেছেন। তবে স্বাধীনতা দিবসের মার্চ পাস্ট, বক্তৃতার মতো স্বাভাবিক কর্মসূচিগুলি পূর্ব নির্ধারিত সূচি মেনেই হবে বলে তিনি জানিয়েছেন।

আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে
উদ্ধারকাজে জোর দেওয়ার জন্য সেনা, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন উপরাজ্যপাল মনোজ সিনহা। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
কিস্তওয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ কুমার শর্মা জানিয়েছেন, চাসোতি গ্রামে হড়পা বান নামে। ওই গ্রাম থেকে ‘মচৈল মাতা যাত্রা’ শুরু হয়। অনেক পুণ্যার্থী সেখানে জড়ো হয়েছিলেন। হড়পা বানের পর ওই যাত্রা স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়েছে। হড়পা বানে অনেকে নিখোঁজ হয়ে থাকতে পারেন বলেও আশঙ্কা করছে প্রশাসন।

