Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cheetahs VIDEO: তেষ্টায় ধুঁকছিল ওরা, চিতা ও শাবকদের জল খাওয়ানোয় চাকরি গেল গাড়ি চালকের!

Cheetahs Viral Video: সত্যনারায়ণ গুর্জর নামক ওই ব্যক্তি চিতা ট্রাকিং টিমের গাড়ি চালক ছিলেন। সম্প্রতিই তিনি পর্যটকদের নিয়ে যখন জঙ্গলে যাচ্ছিলেন, তখন চিতা ও চার শাবককে দেখতে পান। সত্যনারায়ণ গাড়ি থেকে নেমে একটি পাত্রে চিতাদের জল খেতে দেন।

Cheetahs VIDEO: তেষ্টায় ধুঁকছিল ওরা, চিতা ও শাবকদের জল খাওয়ানোয় চাকরি গেল গাড়ি চালকের!
চিতা ও তার শাবকদের জল দিয়েছিলেন গাড়ির চালক।Image Credit source: X
Follow Us:
| Updated on: Apr 07, 2025 | 11:42 AM

ভোপাল: কাঠফাটা গরম। গাড়ি চালাতে চালাতেই চোখে পড়েছিল চিতার দল। মা চিতা তাঁর শাবকদের নিয়ে ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। চালকের দেখে মনে হয়েছিল, ওরা তৃষ্ণার্ত। গরমে কষ্ট পাচ্ছে। মানবিকতা দেখিয়েই পাত্রে ঢেলে জল দিয়েছিলেন। চিতাকে জল খাওয়ানোর অপরাধেই চাকরি খোয়াতে হল গাড়ির চালককে।

সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল একটি ছবি। মধ্য প্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছাড়া চিতাদের জল পান করতে দিচ্ছেন এক গাড়ির চালক। চিতা ও তার শাবকরা জলও পান করে। বহু মানুষ বাহবা দেন গাড়ি চালককে। কিন্তু এই নিয়েই বিতর্কও বেধেছে। ওই চালককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বন দফতরের তরফে।

সত্যনারায়ণ গুর্জর নামক ওই ব্যক্তি চিতা ট্রাকিং টিমের গাড়ি চালক ছিলেন। সম্প্রতিই তিনি পর্যটকদের নিয়ে যখন জঙ্গলে যাচ্ছিলেন, তখন চিতা ও চার শাবককে দেখতে পান। সত্যনারায়ণ গাড়ি থেকে নেমে একটি পাত্রে চিতাদের জল খেতে দেন। সত্যনারায়ণের এই কর্মকাণ্ড রেকর্ড করেন একজন ফরেস্ট রেঞ্জ গার্ড।

সোশ্যাল মিডিয়ায় সত্যনারায়ণ প্রশংসা কুড়ালেও ডিভিশনাল ফরেস্ট অফিসাররা এটিকে জাতীয় উদ্যানের নিয়ম বিরুদ্ধ বলেই দেখেছে এবং ওই চালককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। প্রয়োজনে কড়া পদক্ষেপও গ্রহণ করা হবে। ওই চালক অস্থায়ী কর্মী ছিলেন বলেই জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে বন দফতরের তরফে। জঙ্গলের কোর এলাকা থেকে বেরিয়ে এসেছে জ্বলা নামক ওই চিতা ও তার শাবকরা। তাদের লোকালয়ে দেখলে যেন কোনও খাবার না দেওয়া হয়।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া থেকে চিতাগুলিকে আনা হয়েছে। ১০টিরও বেশি চিতা পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে মারা যায়। জ্বালা নামক এই মহিলা চিতা চারটি শাবক প্রসব করে।