Call to Pakistan: ভোর ৩ টেয় এই গ্রাম থেকেই ফোন গিয়েছিল পাকিস্তানে!
Call to Pakistan: ঠিক কতবার ফোন করা হয়েছিল, কতক্ষণ ধরে কথা হয়েছিল, সে বিষয়টি এখনও স্পষ্টভাবে জানায়নি এনআইএ। তবে ওই গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। গ্রামে যায় পুলিশও।
কর্নাটক: স্যাটেলাইন ফোনের মাধ্যমেই যোগাযোগ করা হয়েছে পাকিস্তানের কোনও ব্যক্তির সঙ্গে। এমন সন্দেহেই তদন্ত শুরু করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। সম্প্রতি এই তদন্তেই কর্নাটকের ইয়াদগির জেলায় হাজির হয়েছিলেন এনআইএ আধিকারিকরা। এনআইএ সূত্রে জানা গিয়েছে, ইয়াদগির জেলার একটি গ্রাম থেকেই স্যাটেলাইন ফোন গিয়েছিল পাকিস্তানে। গত ১৭ সেপ্টেম্বর ভোর ৩ টেয় ওই ফোন যায় বলে জানা গিয়েছে। বিষয়টি নজরে পড়ার পর লোকেশন ট্র্যাক করা হয়। তখনই এই শেলাগি নামে এই গ্রামের নাম জানতে পারে এনআইএ।
ঠিক কতবার ফোন করা হয়েছিল, কতক্ষণ ধরে কথা হয়েছিল, সে বিষয়টি এখনও স্পষ্টভাবে জানায়নি এনআইএ। তবে ওই গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। গ্রামে যায় পুলিশও। কর্নাটকের আরও একটি গ্রামে এই একই ঘটনা ঘটেছিল বছর দুয়েক আগে। ইয়াদগির জেলার হেজিমাদরা গ্রাম স্যাটেলাইট কল করা হয়েছিল। সেই সময় রাজ্য সরকার যোগাযোগ করেছিল ইনটেলিজেন্স ব্যুরোর সঙ্গে।
ভারতে অনুমতি ছাড়া স্যাটেলাইট ফোন ব্যবহার করা নিষিদ্ধ। তারপরও এই মাধ্যম ব্যবহারের অভিযোগ উঠেছে একাধিকবার। কর্নাটক সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২০ সালে ২৫০ বার স্যাটেলাইট ফোন ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছিল, ২০২১ সালে এই ফোন ব্যবহার করা হয় অন্তত ২২০ বার। মূলত জঙ্গল এলাকা থেকে ওই ফোনগুলি করা হয় বলেই জানা যায়।