ওড়িশা: রবিবাসরীয় ভোটের প্রচারে ঝড় তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ওড়িশার সম্বলপুরের বিজেপি প্রার্থী ধর্মেন্দ্র প্রধান। এদিন দেবগড়ে একটি রোড শো করেন। দেবগড়ের রোড শো’তে ধর্মেন্দ্রর সমর্থনে রাস্তার দু’ধারে উপচে পড়েছিল আম জনতার ভিড়। মোদীর ছবি হাতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন বিজেপির সমর্থনে। রবিবার সকালে দেবগড়ের তিলেইবানি নিকিতিমল অঞ্চলে সিদ্ধেশ্বর মন্দিরে পুজো দেন ধর্মেন্দ্র প্রধান। উল্লেখ্য, এই দেবগড় বিধানসভা কেন্দ্র ওড়িশায় বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি। এবার সেই দেবগড় বিধানসভা কেন্দ্র থেকেই প্রধানমন্ত্রী মোদীর বিজয় অভিযানের সূচনা করেন ধর্মেন্দ্র প্রধান।
#WATCH | Dharmendra Pradhan, Union Minister and BJP Lok Sabha candidate from Sambalpur, holds a roadshow in Deogarh, under the Sambalpur parliamentary constituency in Odisha.#LokSabhaElections2024 pic.twitter.com/P9PPdOW9B3
— ANI (@ANI) April 7, 2024
এদিন দেবগড়ে প্রচারে বেরিয়ে আমজনতার স্বতোঃপ্রণোদিত উচ্ছ্বাস দেখে অভিভূত সম্বলপুরের বিজেপি প্রার্থী ধর্মেন্দ্র প্রধান। সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন,’মোদীজির উপর আমজনতার আস্থা ও ভরসা দিন দিন বেড়েই চলছে।’ প্রধানমন্ত্রী মোদী সাধারণ মানুষের জন্য কী কী প্রকল্প নিয়ে এসেছে, সে কথাও তুলে ধরেন সম্বলপুরের বিজেপি প্রার্থী। ধর্মেন্দ্র প্রধান জানান, ‘গত দশ বছরে দেবগড় জেলার জন্য প্রধানমন্ত্রী মোদী ২ হাজার ২০০ কোটি টাকার কাজ করেছেন। এছাড়া জাতীয় সড়ক ও রেল লাইনের কাজও হয়েছে। দেবগড়ের জন্য হাজার হাজার কোটি টাকার কাজ করেছেন মোদী। আর সেই জন্য আমজনতার ভরসা দিন দিন বাড়ছে প্রধানমন্ত্রী মোদীর উপর।’
রবিবাসরীয় প্রচারে দেবগড়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে ধর্মেন্দ্র প্রধান ফেসবুকে লিখেছেন, ‘ওড়িশায় মোদীর ডবল ইঞ্জিন সরকার হলে, সমস্ত উপভোক্তাদের জন্য দেবগড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পাকা বাড়ি দেওয়া হবে। প্রতি কুইন্টাল ধানের MSP বাড়ানো হবে। বিশুদ্ধ পানীয় জলের সমস্যা মিটবে। স্কুলে শিক্ষক নিয়োগের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাতেও বিকাশ আসবে।’