নয়া দিল্লি: শেষ লগ্নে লোকসভা নির্বাচন। আজ, শনিবার ষষ্ঠ দফার ভোট গ্রহণ। এই দফায় হরিয়ানার ১০টি আসন, বিহারের ৮টি, ঝাড়খণ্ডের ৪টি আসন, ওড়িশার ৬টি আসন, উত্তর প্রদেশের ১৪টি, পশ্চিমবঙ্গের ৮টি, দিল্লির ৭টি ও জম্মু-কাশ্মীরের ১টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। প্রার্থীদের মধ্যেও বেশ চমক রয়েছে। একাধিক তারকার যেমন ভাগ্যপরীক্ষা আজ, তেমনই লড়াইয়ের ময়দানে রয়েছেন পোড় খাওয়া রাজনীতিকরাও। ষষ্ঠ দফায় প্রার্থীদের মধ্যে ৩৯ শতাংশই কোটিপতি। সবথেকে ধনী প্রার্থী কে জানেন?
আগের দফাগুলিতে কংগ্রেস বা বিজেপি প্রার্থীদের মধ্যেই কোটিপতির সংখ্যা সবথেকে বেশি হলেও, ষষ্ঠ দফায় নির্দল প্রার্থীদের মধ্যেই কোটিপতির সংখ্যা বেশি। ৩২৫ জন নির্দল প্রার্থীর মধ্যে ৮৬ জনই কোটিপতি। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি, তাদের ৫১ জন প্রার্থীর মধ্যে ৪৮ জনই কোটিপতি। বিএসপির ২৩ জন কোটিপতি প্রার্থী রয়েছে এই দফায়, কংগ্রেসের রয়েছে ২০ জন কোটিপতি প্রার্থী। ওড়িশার শাসক দল বিজু জনতা দলের সকল প্রার্থীরাই কোটিপতি। ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল ও রাষ্ট্রীয় জনতা দলের সকল প্রার্থীও কোটিপতি।
ষষ্ঠ দফায় সবথেকে ধনী প্রার্থী হলেন বিজেপির নবীন জিন্দাল। শিল্পপতি নবীন জিন্দালের সম্পত্তির পরিমাণ ১২৪১ কোটি টাকা। তিনি এবার বিজেপির টিকিটে কুরুক্ষেত্র থেকে লড়ছেন।
এর পরেই রয়েছেন বিজেডির প্রার্থী সন্তরুপ্ত মিশ্র। ওড়িশার কটক থেকে প্রার্থী হয়েছেন তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ ৪৮২ কোটি টাকা। এরপরে রয়েছেন আম আদমি পার্টির ডঃ সুশীল গুপ্ত, তিনিও হরিয়ানার কুরুক্ষেত্র থেকে লড়ছেন। তাঁর সম্পত্তির পরিমাণ ১৬৯ কোটি টাকা।
নির্দল প্রার্থীদের মধ্যেই এই দফায় কোটিপতির সংখ্যা সবথেকে বেশি হলেও, সবথেকে গরিব প্রার্থীও নির্দল। হরিয়ানার রোহতকের নির্দল প্রার্থী রণধীর সিং সবথেকে গরিব, তাঁর কাছে মোটে ২ টাকা রয়েছে। উত্তর প্রদেশের প্রতাপগড়ের নির্দল প্রার্থী রাম কুমার যাদবের কাছে ১০০০ টাকা রয়েছে। দিল্লি উত্তর-পশ্চিমের আরেক নির্দল প্রার্থী জানিয়েছেন তাঁর সম্পত্তির পরিমাণ ২০০০ টাকা।