Lok Sabha Election 2024 LIVE Updates: দ্বিতীয় দফায় ভোট হল ১৩ রাজ্যে, ভোট পড়ল ৬০ শতাংশ

ঈপ্সা চ্যাটার্জী | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 26, 2024 | 7:17 PM

Lok Sabha Election 2024 Phase 2 Voting Live News and Updates in Bengali: লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ। ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮টি লোকসভা আসনে ভোট গ্রহণ হবে আজ।

Lok Sabha Election 2024 LIVE Updates: দ্বিতীয় দফায় ভোট হল ১৩ রাজ্যে, ভোট পড়ল ৬০ শতাংশ
অসমে ভোট কেন্দ্রে লম্বা লাইন।

Follow Us

চড়ছে ভোটের পারদ। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ। ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮টি লোকসভা আসনে ভোট গ্রহণ হবে আজ। সকাল ৭টা থেকে শুরু ভোট গ্রহণ, চলবে সন্ধে ৬টা অবধি। এই দফায় যেমন কেরলের ২০টি আসনেই ভোট গ্রহণ হবে, তেমনই কর্নাটকের ১৪টি আসন, রাজস্থানের ১৩ আসন, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের ৮টি করে আসনে ভোট গ্রহণ হবে। পাশাপাশি মধ্য প্রদেশের ৭টি আসন, অসম ও বিহারের ৫টি করে আসন, বাংলা ও ছত্তীসগঢ়ের ৩টি করে আসনে ভোট হবে। জম্মু-কাশ্মীর, মণিপুর ও ত্রিপুরাতেও ১টি করে আসনে ভোট আজ। দ্বিতীয় দফায় তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারর, কেসি বেণুগোপাল, ভূপেশ বাঘেল, অশোক গেহলটের ছেলে বৈভব গেহলট। অন্যদিকে, বিজেপির প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, হেমা মালিনী, অরুণ গোভিল, তেজস্বী সূর্য ও ওম বিড়লা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 26 Apr 2024 05:41 PM (IST)

    দ্বিতীয় দফার ভোট প্রায় শেষের পথে

    দুপুর ৩ টে পর্যন্ত ত্রিপুরায় ভোট পড়েছে ৬৯.৪৮ শতাংশ, জম্মুতে পড়েছে ৫৭ শতাংশ ভোট।

  • 26 Apr 2024 02:59 PM (IST)

    হাসপাতাল থেকে বেরিয়ে ভোট দিতে গেলেন নারায়ণ মূর্তি

    ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি ও তাঁর স্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি ভোট দিলেন দ্বিতীয় দফায়। ৭৭ বছর বয়সী নারায়ণ মূর্তি ভর্তি ছিলেন হাসপাতালে। সকালে ছাড়া পেয়েই ভোট দিতে যান তিনি।

     


  • 26 Apr 2024 01:58 PM (IST)

    ভোট দিলেন যশ

    দুপুরে বেঙ্গালুরুর একটি কেন্দ্রে ভোট দিতে এলেন অভিনেতা যশ।

  • 26 Apr 2024 12:45 PM (IST)

    ভোটের গুরুত্ব বোঝালেন সিভি আনন্দ বোস

    তিরুবনন্তপুরমে ভোট দিতে এসেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, “ভোট সাধারণ মানুষের ক্ষমতার প্রমাণ। সকলের উচিত ভোট দিয়ে গণতন্ত্র ও দেশকে শক্তিশালী করা।”

  • 26 Apr 2024 12:43 PM (IST)

    নৌকায় চেপে ভোট দিতে এলেন ভোটাররা

    ত্রিপুরার ঢালাই জেলায় প্রত্যন্ত এলাকার বাসিন্দারা নৌকায় চেপে ভোট দিতে এলেন।

     

  • 26 Apr 2024 12:23 PM (IST)

    ৩১ শতাংশ ভোট পড়ল বাংলায়

    সকাল ১১টা অবধি অসমে ২৭.৪৩ শতাংশ, বিহারে ২১.৬৮ শতাংশ, ছত্তীসগঢ়ে ৩৫.৪৭ শতাংশ, জম্মু-কাশ্মীরে ২৬.৬১ শতাংশ, কর্নাটকে ২২.৩৪ শতাংশ, পশ্চিমবঙ্গে ৩১ শতাংশ ভোট পড়েছে।

  • 26 Apr 2024 12:20 PM (IST)

    ১১টা অবধি সবথেকে বেশি ভোট পড়ল ত্রিপুরায়

    সকাল ১১টা অবধি সবথেকে বেশি ভোট পড়ল ত্রিপুরায়। ১১টা অবধি ত্রিপুরায় ৩৬.৪২ শতাংশ ভোট পড়েছে।  সবথেকে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে, সেখানে ১৮.৮৩ শতাংশ ভোট পড়েছে।

  • 26 Apr 2024 12:04 PM (IST)

    ভোটের লাইনে ইসরো প্রধান

    ভোটের লাইনে দাঁড়িয়ে ইসরো প্রধান এস সোমনাথ। কেরলের তিরুবনন্তপুরমের একটি বুথে লম্বা লাইনে দাঁড়িয়ে তাঁকে বাকি ভোটারদের সঙ্গে গল্প করতেও দেখা যায়।

  • 26 Apr 2024 12:02 PM (IST)

    ভোট দিলেন কুমারস্বামী

    দ্বিতীয় দফায় ভোট দিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস প্রার্থী এইচডি কুমারস্বামী। রামানগরের একটি বুথে তিনি ভোট দেন।

     

  • 26 Apr 2024 11:25 AM (IST)

    বাংলায় ১০০-রও বেশি অভিযোগ

    দ্বিতীয় দফার ভোটের প্রথম দুই ঘণ্টায় তৃণমূল কংগ্রেস ১০০-টিরও বেশি অভিযোগ দায়ের করেছে। ইভিএমে  সমস্যা এবং কেন্দ্রীয় বাহিনীর দ্বারা মহিলা ভোটারদের ভয় দেখানোর বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ৫৮টি এবং সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ৫৪টি অভিযোগ করেছে তৃণমূল।

  • 26 Apr 2024 11:18 AM (IST)

    বাংলায় ১৫ শতাংশ ভোট পড়ল সকাল ৯টা অবধি

    সকাল ৯টা পর্যন্ত ত্রিপুরায় ১৬.৬৫ শতাংশ ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে ১৫ শতাংশের বেশি ভোট পড়েছে সকাল ৯টার মধ্য়ে।

  • 26 Apr 2024 10:22 AM (IST)

    ভোট নিয়ে আশাবাদী হেমা মালিনী

    দ্বিতীয় দফায় ভাগ্য পরীক্ষা হচ্ছে অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী হেমা মালিনী। এ দিন তিনি বলেন, “প্রথম দফার থেকে ১০০ শতাংশ ভাল ভোট হবে আজ, কারণ দলীয় কর্মীরা অত্যন্ত পরিশ্রম করছেন।”

     

  • 26 Apr 2024 10:20 AM (IST)

    তিরুবনন্তপুরমে ভোট দিলেন সিভি আনন্দ বোস

    পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস কেরলের বাসিন্দা। তাই ভোট দিতে নিজের রাজ্যে গেলেন সিভি আনন্দ বোস। আজ কেরলের তিরুবনন্তপুরমের একটি কেন্দ্রে ভোট দেন।

  • 26 Apr 2024 09:41 AM (IST)

    ভোটদানের আর্জি অভিনেত্রীর

    কংগ্রেস প্রার্থী হতে পারেন অভিনেত্রী নেহা শর্মা। এমনটাই জল্পনা। আজ তিনি বলেন, “সকলকে ভোট দেওয়ার আর্জি জানাচ্ছি আমি। এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা অধিকার। সচেতন নাগরিক হিসাবে সকলের ভোট দেওয়া উচিত।”

  • 26 Apr 2024 09:38 AM (IST)

    মণিপুরে কড়়া নিরাপত্তা

    প্রথম দফার নির্বাচনে অশান্তি হয়েছে মণিপুরে। সেই কারণে দ্বিতীয় দফার নির্বাচনে কড়া নিরাপত্তা মণিপুরের বিভিন্ন কেন্দ্রে।

  • 26 Apr 2024 09:35 AM (IST)

    ভোট দিলেন তেজস্বী সূর্য

    বেঙ্গালুরু দক্ষিণের লোকসভা প্রার্থী, বিজেপি নেতা তেজস্বী সূর্যও ভোট দিলেন।

  • 26 Apr 2024 09:08 AM (IST)

    সাতনায় ইভিএম বিকল, চিত্রকূটে ভাঙল ইভিএম

    মধ্য প্রদেশের সাতনা লোকসভার নগৌড়ের ৯৯ নম্বর ভোটকেন্দ্রে ইভিএম মেশিন বিকল হয়ে গিয়েছে। চিত্রকূট ৭৩ নম্বর ভোট কেন্দ্রের ইভিএম-ও ভেঙে গিয়েছে। ইভিএম বদলের চেষ্টা করা হচ্ছে।

  • 26 Apr 2024 09:06 AM (IST)

    আমরোহায় ভোট বয়কট

    উত্তর প্রদেশের আমরোহার একটি  বুথে ভোটাররা নির্বাচন বয়কট করছেন। বাগপতের ছাপরাউলির খাপরানা গ্রামের ২৬২ নম্বর বুথেও ইভিএম মেশিন ভেঙে গিয়েছে। এর জন্য আধ ঘণ্টা ভোটগ্রহণ ব্যাহত হয়।

  • 26 Apr 2024 09:04 AM (IST)

    বাগপতে ভোট বন্ধ

    উত্তর প্রদেশের বাগপত লোকসভা কেন্দ্রের ২২২ নম্বর বুথে বিকল ইভিএম মেশিন। সমাজবাদী পার্টির অভিযোগ, বিগত এক ঘণ্টা ধরে ইভিএম মেশিনে খারাপ হয়ে রয়েছে। ভোটাররা চিন্তিত হয়ে পড়েছেন। সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের বিষয়টি বিবেচনা করা উচিত বলেই দাবি করেছেন তারা।

  • 26 Apr 2024 08:30 AM (IST)

    মামাকে নিয়ে ভোট দিতে এলেন নির্মলা সীতারামন

    কর্নাটকের বেঙ্গালুরুতে একটি কেন্দ্রে ভোট দিতে এলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সঙ্গে আসেন তাঁর মামা।

     

  • 26 Apr 2024 08:28 AM (IST)

    ভোট দিতে এলেন পিনারাই বিজয়ন

    কেরলে ২০ আসনে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ আজ। সকালেই ভোট দিতে এলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

  • 26 Apr 2024 08:25 AM (IST)

    ভোট দিলেন সিপি জোশী

    রাজস্থানের বিজেপি সভাপতি সিপি জোশীও সাতসকালেই ভোট দিলেন।

  • 26 Apr 2024 08:24 AM (IST)

    বিয়ের সাজে ভোট কেন্দ্রে

    বিয়ের দিনেই ভোট। মতদান করতে সকাল সকালই বিয়ের পোশাকে অমরাবতীর একট বুথে হাজির হলেন ভোটার।

     

  • 26 Apr 2024 07:28 AM (IST)

    ভোট দিলেন ইনফোসিস কর্তা

    সকালেই ভোট দিতে হাজির ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ও তাঁর স্ত্রী সুধা মূর্তি। বেঙ্গালুরুর একটি কেন্দ্রে ভোট দিলেন তিনি।

     

  • 26 Apr 2024 07:24 AM (IST)

    ভোটের লাইনে বিরোধী দলনেতা

    শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব। সকালেই ভোট দেওয়ার লাইনে দেখা গেল কেরলের বিরোধী দলনেতা ভিডি সাথিসানকে।

     

  • 26 Apr 2024 07:10 AM (IST)

    বিজেপির তারকা প্রার্থী কারা?

    বিজেপির প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, হেমা মালিনী, অরুণ গোভিল, তেজস্বী সূর্য ও ওম বিড়লা।

  • 26 Apr 2024 06:55 AM (IST)

    কংগ্রেসের কাদের ভাগ্যপরীক্ষা আজ?

    দ্বিতীয় দফায় কংগ্রেসের  তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন রাহুল গান্ধী, শশী থারর, কেসি বেণুগোপাল, ভূপেশ বাঘেল, অশোক গেহলটের ছেলে বৈভব গেহলট।

  • 26 Apr 2024 06:45 AM (IST)

    কোন কোন রাজ্যে ভোট?

    এই দফায় যেমন কেরলের ২০টি আসনেই ভোট গ্রহণ হবে, তেমনই কর্নাটকের ১৪টি আসন, রাজস্থানের ১৩ আসন, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের ৮টি করে আসনে ভোট গ্রহণ হবে। পাশাপাশি মধ্য প্রদেশের ৭টি আসন, অসম ও বিহারের ৫টি করে আসন, বাংলা ও ছত্তীসগঢ়ের ৩টি করে আসনে ভোট হবে। জম্মু-কাশ্মীর, মণিপুর ও ত্রিপুরাতেও ১টি করে আসনে ভোট আজ।

  • 26 Apr 2024 06:30 AM (IST)

    দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ

    আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮টি লোকসভা আসনে ভোট গ্রহণ হবে আজ। সকাল ৭টা থেকে শুরু ভোট গ্রহণ, চলবে সন্ধে ৬টা অবধি।