Lok Sabha Election Results 2024: দেশের কোন অংশে এগিয়ে কে? দেখুন এইসময়ের ভোট চিত্র

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 04, 2024 | 10:56 AM

Lok Sabha Election Results 2024: এনডিএ বনাম ইন্ডিয়ার লড়াই চলছে। টক্কর হচ্ছে সমানে সমানে। গণনা শুরুর প্রথম দুই ঘণ্টা পর দেখা যাচ্ছে, বিজেপি ২২৯টি আসনে এগিয়ে রয়েছে।

Lok Sabha Election Results 2024: দেশের কোন অংশে এগিয়ে কে? দেখুন এইসময়ের ভোট চিত্র
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: ভোট যুদ্ধ চলছে। মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে ভোটের ফল। ভোট গণনা শুরু হয়েছে সকাল ৮টা থেকে। প্রথম দুই ঘণ্টার গণনার পর নির্বাচন কমিশন কী বলছে? গণনায় দেখা যাচ্ছে, বিজেপি এগিয়ে রয়েছ ২২৯ আসনে, অন্যদিকে কংগ্রেস এগিয়ে রয়েছে ১০০ আসনে।

এনডিএ বনাম ইন্ডিয়ার লড়াই চলছে। টক্কর হচ্ছে সমানে সমানে। গণনা শুরুর প্রথম দুই ঘণ্টা পর দেখা যাচ্ছে-

বিজেপি ২২৯টি আসনে এগিয়ে রয়েছে।

কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৮ আসনে।

সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে ৩৪ আসনে।

তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২৩টি আসনে।

দক্ষিণের চিত্র-

দক্ষিণ ভারতের দল ডিএমকে এগিয়ে রয়েছে ১৭টি আসনে।
তেলুগু দেশম পার্টি বা টিডিপি এখনও পর্যন্ত ১৫টি আসনে এগিয়ে।

বিহার-

বিহারের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, জনতা দল (ইউনাইটেড) এগিয়ে রয়েছে ১৪টি আসনে।
এলজেপি (রাম বিলাস)- ৫টি আসনে এগিয়ে।
আরজেডি ৪টি আসনে এগিয়ে।

মহারাষ্ট্র-

মহারাষ্ট্রে শিবসেনা (ইউবিটি) এগিয়ে রয়েছে ১০ আসনে।
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শরদ পওয়ারের শিবির এগিয়ে রয়েছে ৮টি আসনে।

একনাথ শিন্ডের শিবসেনা ৭টি আসনে এগিয়ে।