PM Narendra Modi: সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাসী, এই তারিখেই প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন মোদী

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 05, 2024 | 1:40 PM

Lok Sabha Election 2024 Results:  রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিক শপথ গ্রহণের পাশাপাশি একটি রাজনৈতিক মেগা ইভেন্টেরও প্রস্তুতি নিচ্ছে বিজেপি। কর্তব্যপথ, ভারত মণ্ডপম বা দ্বারকার যশোভূমি কনভেনশন সেন্টারের মতো মোদী জমানায় নির্মিত যেকোনও একটি জায়গায় হতে পারে এই মেগা ইভেন্ট। 

PM Narendra Modi: সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাসী, এই তারিখেই প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। এবার সরকার গঠনের পালা। কেন্দ্রে এবারও ক্ষমতায় ফিরেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদীই। কবে তিনি শপথ নেবেন? সূত্রের খবর, আগামী ৮ জুন শপথ নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। আগামী শনিবার, ৮ জুন রাত ৮টা নাগাদ তিনি শপথ গ্রহণ করতে পারেন। উপস্থিত থাকবেন মোদীর মন্ত্রিপরিষদের সদস্য ও জয়ী সাংসদরাও।

আগে শোনা গিয়েছিল, রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিক শপথ গ্রহণের পাশাপাশি একটি রাজনৈতিক মেগা ইভেন্টেরও প্রস্তুতি নিচ্ছে বিজেপি। কর্তব্যপথ, ভারত মণ্ডপম বা দ্বারকার যশোভূমি কনভেনশন সেন্টারের মতো মোদী জমানায় নির্মিত যেকোনও একটি জায়গায় হতে পারে এই মেগা ইভেন্ট।

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে প্রতিবেশী দেশগুলির রাষ্ট্রপ্রধানদেরও। আমন্ত্রণ করা হতে পারে নয়া দিল্লিতে অবস্থিত বিদেশী দূতাবাসের প্রতিনিধিদেরও। মোট ৮ থেকে ১০ হাজার অতিথি শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারে। দেশের সব প্রান্ত থেকে বিজেপির নেতা কর্মী ও সমাজের সব অংশের মানুষের প্রতিনিধিত্ব যাতে থাকে, তা সুনিশ্চিত করতে চায় বিজেপি নেতৃত্ব।

তবে যে ফলাফলের আশা করেছিল বিজেপি, তা না হওয়ায়, অনুষ্ঠানের জাঁকজমকে কোনও প্রভাব পড়বে কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

Next Article