Domestic Violence: দাম্পত্য কলহে জের, স্বামীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগালেন স্ত্রী

মধ্য প্রদেশের ইন্দোর জেলার গুরান গ্রামে থাকেন ওই দম্পতি। ৪০ বছরের স্বামীর নাম প্রহ্লাদ বোরানা এবং তাঁর স্ত্রীর নাম কৃষ্ণাবাই।

Domestic Violence: দাম্পত্য কলহে জের, স্বামীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগালেন স্ত্রী
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2022 | 3:00 AM

ইন্দোর: স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া। সেই ঝগড়া পৌঁছে যায় হাতাহাতির পর্যায়ে। স্বামীর উপর প্রচণ্ড রেগে গিয়েছেন স্ত্রী। রাগে স্বামীর গায়ে রান্নার স্টোভ থেকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের ইন্দোর জেলায়।

মধ্য প্রদেশের ইন্দোর জেলার গুরান গ্রামে থাকেন ওই দম্পতি। ৪০ বছরের স্বামীর নাম প্রহ্লাদ বোরানা এবং তাঁর স্ত্রীর নাম কৃষ্ণাবাই। সম্প্রতি দুজনের মধ্যে প্রবল ঝগড়া লেগেছিল। সেই ঝগড়ার পরই কৃষ্ণাবাই প্রহ্লাদের গায়ে কেরোসিন ঢেলে দেন। তার পর আগুন লাগিয়ে দেন। গায়ে আগুন লাগতেই চিৎকার করতে থাকেন প্রহ্লাদ। স্বামীর গায়ের আগুন লাগানোর পরই বোধদয় হয় কৃষ্ণার। তিনি নিজেই সেই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও প্রহ্লাদের দেশের প্রায় ৩০ শতাংশ প্রায় পুড়ে গিয়েছে। দগ্ধ প্রহ্লাদকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ইতিমধ্যে স্বামীর গায়ে আগুন লাগানোয় অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সানওয়ার থানার ওসি মোহন মালব্য জানিয়েছেন, অভিযুক্ত স্ত্রীকে খোঁজার চেষ্টা চলছে।

স্ত্রীর হাতে স্বামীর নিগ্রহের সম্প্রতি একটি ঘটনা ঘটেছিল তামিলনাড়ুতে। সেখানে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন স্ত্রী। স্ত্রী ভাবতেন তাঁর স্বামী যে কারখানায় কাজ করতেন সেখানেই কর্মরত কোনও মহিলার সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন। সন্দেহের বশে স্বামীকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করেন তিনি। তার জন্যই স্বামী যখন ঘুমাচ্ছিলেন তখন ফুটন্ত জল ঢেলে দেন তাঁর গোপনাঙ্গে। এর জেরে ওই ব্যক্তির যৌনাঙ্গের মারাত্মক ক্ষতি হয়েছে। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।