Mumbai: পাকিস্তান থেকে এল ‘২৬/১১-এর মতো’ হামলার হুমকি! এই দুই রাজ্যে পাড়ি দিচ্ছে মুম্বই পুলিশ
26/11-like attacks threat: '২৬/১১-এর মতো' হামলা চালানো হবে। গত শুক্রবার (১৯ আগস্ট ) এরকম ভয়ঙ্কর সতর্কতামূলক টেক্সট মেসেজ পেয়েছিল মুম্বই পুলিশ। মোবাইল ফোন নম্বরের প্রযুক্তিগত বিশ্লেষণের পর উত্তর ভারতের দুই রাজ্যে পাড়ি দিচ্ছে তারা।
মুম্বই: ‘২৬/১১-এর মতো’ হামলা চালানো হবে। গত শুক্রবার (১৯ আগস্ট ) এরকম ভয়ঙ্কর সতর্কতামূলক টেক্সট মেসেজ পেয়েছিল মুম্বই পুলিশ। সঙ্গে সঙ্গে এই বিষয়ে তদন্ত শুরু করা হয়। তারপর, এদিন মুম্বই শহরের ভিরার এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। গত তিন দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করছে ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের স্বার্থে মুম্বই পুলিশ শীঘ্রই হরিয়ানা এবং উত্তর প্রদেশেও যাবে। বেশ কয়েকটি মোবাইল ফোন নম্বরের প্রযুক্তিগত বিশ্লেষণের করে, এই রাজ্যগুলিতে সেগুলির উৎসের সন্ধান পেয়েছে পুলিশ।
মুম্বই পুলিশের পদস্থ আধিকারিকরা জানিয়েছেন, গত ১৯ অগস্ট রাত ১১টা বেজে ৪৫ মিনিট নাগাদ ট্রাফিক পুলিশের ওয়ারলি কন্ট্রোল রুমের একটি হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপে ওই হুমকি বার্তাগুলি এসেছিল। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন এই বার্তাগুলির কোনওটিতে বলা হয়েছে, ছয়জন লোক এই হামলা চালাবে। কোনওটিতে বলা হয়েছে, মুম্বইকে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি চলছে, যা ২৬/১১ হামলার স্মৃতি ফিরিয়ে আনবে। যে ফোন নম্বর থেকে ওই “২৬/১১-র মতো” হামলার সতর্কতা এসেছিল, সেটির কোড ছিল পাকিস্তানের। তবে, হুমকি বার্তায় সাতটি মোবাইল নম্বরের উল্লেখ করা হয়েছিল। সেগুলির বিষয়ে তদন্ত করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা দেখেছে এই নম্বরগুলি ভারতীয়। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জানিয়েছেন, মোবাইল ফোন নম্বরগুলি উত্তর প্রদেশ এবং হরিয়ানার বলে সনাক্ত করা হয়েছে৷
তিনি বলেছেন, “আমরা হুমকি বার্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি। তদন্তকারী সংস্থাগুলিকে হুমকির বিষয়টি তদন্ত করার জন্য সমস্ত ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়েছে। মুম্বইয়ের সিপি মামলার আরও বিশদ বিবরণ দিতে পারবেন। তবে, মোবাইল ফোন নম্বরগুলির প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা গিয়েছে কিছু নম্বর উত্তর প্রদেশ এবং কিছু নম্বর হরিয়ানায়। অপরাধ দমন শাখার বেশ কয়েকটি দল এই নম্বরগুলি কাদের, তাদের পরিচয় এবং বার্তা প্রেরক কীভাবে এই নম্বরগুলি পেয়েছে – এই সব প্রশ্নের উত্তর খুঁজতে এই রাজ্যগুলিতে যাবে।”
২৬/১১ হামলা ভারতের ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলাগুলির অন্যতম। আজমল কাসভ-সহ ১০জন পাকিস্তানি সন্ত্রাসবাদীর একটি দল ২০০৮ সালের ২৬ নভেম্বর সমুদ্রপথে পাকিস্তান থেকে মুম্বইয়ে এসে পৌঁছেছিল। তারপর শহর জুড়ে বাসস্টপ রেল স্টেশন হোটেলের মতো বিভিন্ন জনাকীর্ণ স্থানে নাশকতা চালায়। ওই হামলায় সরকারি হিসেব অনুযায়ী বেশ কয়েকজন পুলিশ সদস্য-সহ মোট ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। আরও বহু মানুষ গুরুতর আহত হয়েছিলেন।