পত্রবোমায় উত্তাল মহারাষ্ট্র, অনিল দেশমুখের পদত্যাগের দাবি বিজেপির

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 21, 2021 | 12:50 PM

শনিবার টুইট করে অনিল দেশমুখ (Anil Deshmukh) বলেন, "প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং(Param Bir Singh) অম্বানীকাণ্ডে নিজেকে বাঁচাতে মিথ্যা অভিযোগ এনেছেন।" এদিকে, অনিল দেশমুখের নামে তোলাবাজির অভিযোগটি উঠে আসতেই বিরোধী দল বিজেপি (BJP) তাঁর পদত্যাগের দাবি তুলেছেন।

পত্রবোমায় উত্তাল মহারাষ্ট্র, অনিল দেশমুখের পদত্যাগের দাবি বিজেপির
ফাইল চিত্র।

Follow Us

মুম্বই: একটি চিঠি, আর তাতেই উত্তাল গোটা মহারাষ্ট্র (Maharashtra)। পুলিশ কমিশনার পদ থেকে বদলির পর আইপিএস অফিসার পরমবীর সিং (Param Bir Singh) শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে(Uddhav Thackeray)-কে ছয় পাতার একটি চিঠি লেখেন। সেখানে তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ (Anil Deshmukh) প্রতিমাসে ১০০ কোটি টাকা তোলাবাজির লক্ষ্যমাত্রার কথা বলেছিলেন অম্বানীকাণ্ডে ধৃত সচিন ভাজ়ে(Sachin Vaze)-কে। এই চিঠি প্রকাশ্যে আসার পরই দলের অন্দরে শুরু হয়েছে ডামাডোল, বিরোধীরাও সরব হয়েছেন অনিল দেশমুখের পদত্যাগের দাবিতে।

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশ্যে লেখা চিঠিতে অনিল দেশমুখের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন পরমবীর সিং। এরপরই শনিবার রাতেই অনিল দেশমুখ জানান তিনি পরমবীর সিংয়ের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। প্রকাশিত একটি বিবৃতিতে তিনি বলেন, “পরমবীরের আনা সমস্ত অভিযোগ মিথ্যা। উনি প্রমাণ করে দেখান এই অভিযোগগুলি। ওনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করছি আমি।”

মুকেশ অম্বানীর বাড়ির সামনে বিস্ফোরক উদ্ধারের ঘটনার তদন্তে পরমবীর সিংয়ের গাফিলতি ছিল বলে সম্প্রতি অভিযোগ এনেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। এরপরই পরমবীর সিং মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পাল্টা অভিযোগ জানান। এর জবাবে শনিবার টুইট করে অনিল দেশমুখ বলেন, “প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং অম্বানীকাণ্ডে নিজেকে বাঁচাতে মিথ্যা অভিযোগ এনেছেন। মুকেশ অম্বানী ও মনসুখ হিরন মামলায় সচিন ভাজ়ের জড়িত থাকার বিষয়টি সামনে আসতেই বোঝা যাচ্ছে যে এ বার তাঁর জড়িত থাকার বিষয়টিও উঠে আসছে।”

আরও পড়ুন: ‘ভারত-চিনের মধ্যে কখনওই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি’, লাদাখ নিয়ে লঘু আমেরিকা

এদিকে, অনিল দেশমুখের নামে তোলাবাজির অভিযোগটি উঠে আসতেই বিরোধী দল বিজেপি তাঁর পদত্যাগের দাবি তুলেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ গতকালই বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবি জানাচ্ছি আমরা। যদি উনি নিজে পদত্যাগ না করেন, তবে মুখ্যমন্ত্রীকে ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরাতে হবে।” গোটা ঘটনার একটি নিরপেক্ষ তদন্তের দাবি করে তিনি বলেন, “চিঠিতে বলা হয়েছে যে এই বিষয়ে আগেও মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল। তবে উনি কোনও পদক্ষেপ করেননি কেন?”

অন্যদিকে, কংগ্রেসের অভিযোগ, গোটা ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে। বিভিন্ন তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে সরকারের শীর্ষ নেতাদের চাপে ফেলা ও মহা বিকাশ আগাড়ি সরকারে ভাঙন ধরাতে চাইছে বিজেপি। এই বিষয়ে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সচিন সাওয়ান্ত টুইট করে লেখেন, “চিঠিটি সুপরিকল্পিতভাবে লেখা হয়েছে, তা দেখেই বোঝা যাচ্ছে। যে বার্তালাপ তুলে ধরা হয়েছে, তা একবছর আগে হওয়া উচিত ছিল। অ্যান্টিলিয়া ঘটনার পর কোনও সুস্থ মানুষ এই ধরনের কাজ করবেন না। যদি সুশান্ত সিং রাজপুতের মামলা পটনায় দায়ের হতে পারে, তবে মোহন দেলকরের মৃত্যুর তদন্ত মুম্বইয়ে কেন হবে না? নিয়ম অনুযায়ী, যেখানে ঘটনা ঘটে, সেখানেই তদন্ত শুরু করা হয়। মেসেজগুলি দেখিয়ে যে প্রমাণ দেখানো হচ্ছে, তা নিজেকে বাঁচানোর জন্যই করা হয়েছে।”

আরও পড়ুন: ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি, দৈনিক আক্রান্ত ৪৩ হাজারেরও বেশি, একদিনেই মৃত্যু প্রায় ২০০ জনের

Next Article