Mallikarhun Kharge: গুরুতর অসুস্থ মল্লিকার্জুন খাড়গে, ভর্তি করা হল হাসপাতালে
Mallikarjun Kharge: গত ২৪ সেপ্টেম্বর পাটনায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিং-এ যোগ দিয়েছিলেন মল্লিকার্জুন খাড়্গে। এরপর তিনি ঘোষণা করেন যে তিনি নাগাল্যান্ডের কোহিমায় বৈঠকে যোগ দেবেন আগামী ৭ অক্টোবর। তার আগেই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল তাঁকে।

নয়া দিল্লি: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি মল্লিকার্জুন খাড়গে। বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে কংগ্রেস প্রেসিডেন্টকে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। তলে ৮৩ বছরের এই নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা।
এক কংগ্রেস নেতা জানিয়েছেন, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার বেঙ্গালুরুর রামাইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পায়ে ব্যাথার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কংগ্রেস নেতা সুস্থ আছেন, চিন্তার খুব বেশি কারণ নেই বলে জানা গিয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর পাটনায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিং-এ যোগ দিয়েছিলেন মল্লিকার্জুন খাড়্গে। এরপর তিনি ঘোষণা করেন যে তিনি নাগাল্যান্ডের কোহিমায় বৈঠকে যোগ দেবেন আগামী ৭ অক্টোবর।
২০২২ -এ কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান খাড়গে। বিশেষত নির্বাচনের ক্ষেত্রে কংগ্রেস যে কৌশল নিচ্ছে, তার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে খাড়গের।
উল্লেখ্য, আগামী ৭ তারিখ কোহিমা যাওয়ার কথা আছে বর্ষীয়ান এই নেতার। কোহিমার কংগ্রেস দফতরে একটি সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হয়েছে। এছাড়া একটি সভা হবে, যেখানে অন্তত ১০,০০০ মানুষের উপস্থিতির আশা করছেন কংগ্রেস নেতারা। মূলত বেকারত্ব, রাস্তার সমস্যা ও সুশাসন সহ একাধিক ইস্যু সেখানে তুলে ধরবে কংগ্রেস।
