Vande Bharat Express: বন্দে ভারতের ‘বেহাল’ চিত্র! প্রিমিয়াম ট্রেনে ছটফট করতে করতে মারা গেলেন যাত্রী, এল না RPF-ও
Indian Railways: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীর মৃত্যু হল। চিকিৎসার জন্য আরপিএফ-কে ডেকেও কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ সহযাত্রীদের।

কলকাতা: দেশের সবথেকে প্রিমিয়াম ট্রেন। সেখানে অত্যাধুনিক সব পরিষেবা পাওয়া যায়, কিন্তু অত্যাবশ্যকীয় পরিষেবা কী আছে? বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনেই এক যাত্রী ছটফট করতে করতে মারা গেলেন বিনা চিকিৎসায়।
হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীর মৃত্যু হল। চিকিৎসার জন্য আরপিএফ-কে ডেকেও কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ সহযাত্রীদের। রেলের তরফে কোনও সহযোগিতা করা হয়নি বলেই অভিযোগ। ছটফট করতে করতেই ওই যাত্রীর মৃত্যু হয়।
জানা গিয়েছে, এ দিন সকাল ৭:৪০ মিনিট নাগাদ হাওড়া থেকে পুরীর উদ্দেশে রওনা দেয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। কটক ঢোকার আগে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টা ট্রেনটি দাঁড়িয়ে থাকে। সেই সময়ই ট্রেনের এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অস্বস্তিতে ছটফট করতে থাকেন। অন্যান্য যাত্রীরা তা দেখে চিকিৎসকের জন্য ডাকাডাকি শুরু করেন। আরপিএফ-কেও ডাকার চেষ্টা করেন, কিন্তু কোনও সাড়া মেলেনি বলেই অভিযোগ।
যাত্রীদের অভিযোগ, রেলের তরফে কোনও সহযোগিতা করা হয়নি। বেশ কিছুক্ষণ ধরে ছটফট করছিলেন ওই যাত্রী। এরপর ওই যাত্রীর মৃত্যু হয় বলে জানিয়েছেন অন্যান্য যাত্রীরা। বর্তমানে ওই যাত্রীরা ট্রেনের মধ্যেই বিক্ষোভ দেখাচ্ছেন।

