Uttar Pradesh: নাবালিকাকে খুন বাবার, কারণ জেনে থ পুলিশ
Man kills daughter: অজয়ের কথায় অসঙ্গতি পাওয়ায় পুলিশের সন্দেহ বাড়ে। আরও জিজ্ঞাসাবাদ করতেই মেয়েকে খুনের কথা স্বীকার করেন ওই ব্যক্তি। তিনি বলেন, স্কুলে ফোন করে জানিয়েছিলেন যে মেয়ে আত্মীয় বাড়ি যাচ্ছে। স্কুলে যেতে পারবে না। এরপর মেয়েকে নিয়ে একটি ফাঁকা মাঠে যান। সেখানে শ্বাসরোধ করে মেয়েকে খুন করেন।

বুলন্দশহর: খাল থেকে উদ্ধার নাবালিকার দেহ। কীভাবে মৃত্যু হল? তদন্ত এগোতেই থ হয়ে গেল পুলিশই। গ্রেফতার করা হল মৃত নাবালিকার বাবাকে। কিন্তু, মেয়েকে খুন করলেন কেন বাবা? ধৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে যা বললেন, তা শুনে চোখ কপালে ওঠার জোগাড় সবার। ঘটনাটি উত্তর প্রদেশের বুলন্দশহরের।
পুলিশ জানিয়েছে, মৃত নাবালিকার নাম সোনি। শুক্রবার সন্ধেয় পথচারীরা খালের ধারে তার দেহ দেখতে পান। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। নাবালিকা স্কুলের পোশাক পরেছিল। আর ওই পোশাক দেখেই নাবালিকার স্কুলের নাম জানা যায়। সামনে আসে নাবালিকার পরিচয়। জানা যায়, স্থানীয় অজয় নামে এক ব্যক্তির মেয়ে সে।
এরপর অজয়ের পরিবারের খোঁজ পায় পুলিশ। অজয়ের কথায় অসঙ্গতি পাওয়ায় পুলিশের সন্দেহ বাড়ে। আরও জিজ্ঞাসাবাদ করতেই মেয়েকে খুনের কথা স্বীকার করেন ওই ব্যক্তি। তিনি বলেন, স্কুলে ফোন করে জানিয়েছিলেন যে মেয়ে আত্মীয় বাড়ি যাচ্ছে। স্কুলে যেতে পারবে না। এরপর মেয়েকে নিয়ে একটি ফাঁকা মাঠে যান। সেখানে শ্বাসরোধ করে মেয়েকে খুন করেন। তারপর দেহ খালের ধারে ফেলে দেন। এরপর অজয়কে গ্রেফতার করে পুলিশ।
কিন্তু মেয়েকে কেন খুন করলেন বাবা?
অজয় দাবি করেন, কিছুদিন থেকে তাঁর পকেট থেকে টাকা-পয়সা চুরি করছিল মেয়ে। ঘরে কোথাও টাকা রাখলে চুরি করে নিচ্ছিল। যা নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়াও হয়। তাতেই মেয়ের উপর তাঁর রাগ বাড়ে। আর সেই রাগেই মেয়েকে খুন করেন তিনি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নাবালিকার স্কুল ব্যাগটি উদ্ধার করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে ধৃতের দাবি কতটা সত্য, তা খতিয়ে দেখছে পুলিশ।
