Man Shot dead: পা ছুঁয়ে প্রণামের পরই পরপর গুলি, কিশোর আত্মীয় কেন সুপারি দিল খুনের?
Man Shot dead: সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ভাইপোকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে আতশবাজি পোড়াচ্ছিলেন আকাশ। আচমকা সেখানে উপস্থিত হয় দু'জন। মোটরবাইকে ছিল আকাশের দূর সম্পর্কের আত্মীয় বছর সতেরোর ওই কিশোর। আর একজন ব্যক্তি পাশেই দাঁড়িয়েছিল।
নয়াদিল্লি: দীপাবলিতে আতশবাজি পোড়ানোর সময় এক ব্যক্তি ও তাঁর ভাইপোকে গুলি করে খুন। ওই ব্যক্তির ছেলেও গুরুতর জখম হয়েছে। ঘটনায় অভিযোগ উঠেছে মৃত ব্যক্তির দূর সম্পর্কের আত্মীয় এক কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদারায়। মৃত দু’জনের নাম আকাশ শর্মা(৪৪) ও ঋষভ শর্মা(১৬)। গুলিবিদ্ধ হয়েছেন আকাশের ছেলে কৃশ শর্মা(১৫)।
শাহদারার ফার্শ বাজার এলাকায় বাড়ি আকাশের। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ভাইপোকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে আতশবাজি পোড়াচ্ছিলেন আকাশ। আচমকা সেখানে উপস্থিত হয় দু’জন। মোটরবাইকে ছিল আকাশের দূর সম্পর্কের আত্মীয় বছর সতেরোর ওই কিশোর। আর একজন ব্যক্তি পাশেই দাঁড়িয়েছিল। মোটরবাইকে বসেই আকাশের পা ছুঁয়ে প্রণাম করে ওই কিশোর। কয়েক মুহূর্ত পরই ওই ব্যক্তি বন্দুক বের করে। ততক্ষণে আকাশ বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। পিছন পিছন গিয়ে কয়েক রাউন্ড গুলি চালায় ওই দুষ্কৃতী।
এরপর দুষ্কৃতী বাড়ির বাইরে এলে আকাশের ভাইপো তাকে ধরতে গেলে গুলি চালায় দুষ্কৃতী। মৃত্যু হয় আকাশ ও তাঁর ভাইপো ঋষভের। জখম হয়েছে কৃশ।
এই খবরটিও পড়ুন
পুলিশ জানিয়েছে, আকাশকে খুনের জন্য এক শুটারকে সুপারি দিয়েছিল দূর সম্পর্কের আত্মীয় ওই কিশোর। কিন্তু, আত্মীয়কে খুনের জন্য কেন সুপারি দিল? পুলিশ জানিয়েছে, ওই কিশোরের কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নিয়েছিলেন আকাশ। কিন্তু, টাকা শোধ দেননি। এমনকি, তারপর থেকে ওই কিশোরের ফোনও ধরছিলেন না আকাশ। পুলিশ জানিয়েছে, দিন সতেরো আগেই আকাশকে খুনের ছক কষে ওই কিশোর। তারপর এক শুটারকে সুপারি দেয়। অভিযুক্তকে কিশোরকে আটক করেছে পুলিশ।