Viral Video: জেসিবি মেশিন দিয়ে মহিলাকে পিষে মারার চেষ্টা, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 19, 2021 | 2:41 PM

JCB machine, সোশ্যাল মিডিয়াতে এই ভিডিয়ো শেয়ার করে কংগ্রেসের উদ্দেশে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। তাদের দাবি নারী নিরাপত্তার নামে কংগ্রেস জনগণকে বোকা বানাচ্ছে।

Viral Video: জেসিবি মেশিন দিয়ে মহিলাকে পিষে মারার চেষ্টা, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিয়ো
ছবি: টুইটার

Follow Us

বার্মার: রাজস্থানের (Rajasthan) বার্মারের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে (Social media) ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে এক মহিলাকে পিষে দেওয়ার চেষ্টা করছে একটি জেসিবি মেশিন। ভিডিয়োতে ওই মহিলাকে জেসিবির দিকে লক্ষ্য করে ইট ছুঁড়তে দেখা গিয়েছে। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই কংগ্রেস (Congress) শাসিত এই রাজ্য নিয়ে শুরু হয়েছিল, রাজনৈতিক চাপান উতর। বিজেপির (BJP) দাবি রাজস্থানে কোনও নারী নিরাপত্তা নেই। কংগ্রেস শাসনে নারীরা নিরাপদ নয়। বার্মারের পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনা একটি জমিকে কেন্দ্রকে করে দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করেই হয়েছে। পুলিশ সুপার দীপক ভার্গভ বলেন, “জমি নিয়ে দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। পুলিশ দুটি এফআইআর দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

সোশ্যাল মিডিয়াতে এই ভিডিয়ো শেয়ার করে কংগ্রেসের উদ্দেশে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। তাদের দাবি নারী নিরাপত্তার নামে কংগ্রেস জনগণকে বোকা বানাচ্ছে। বিজেপি নেত্রী প্রীতি গান্ধী বলেন, “মেয়েরা লড়াই করতে জানেন বলে প্রিয়াঙ্কা গান্ধী মানুষকে বোকা বানাচ্ছেন। কংগ্রেস শাসিত রাজস্থান প্রকাশ্য দিবালোকে এক মহিলাকে হেনস্থা করল একদল দুষ্কৃতি। দেখেই বোঝা যাচ্ছে রাজ্যে কোনও আইনের শাসন নেই”

দেখে নিন ভিডিয়ো…

রাজস্থান থেকে নির্বাচিত সাংসদ রাজ্যবর্ধন রাঠৌর ও এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর কংগ্রেসকে আক্রমণ করেছেন। টুইটারে তিনি লেখেন, “এই ধরনের ঘটনা রাজস্থানে খুবই স্বাভাবিক। এনসিআরবি থেকে পাওয়া পরিসংখ্যান ও বলে রাজস্থানে অপরাধ ক্রমেই বেড়ে চলেছে। কিন্তু এত কিছুর পরও রাজস্থানের কংগ্রেস সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা শুধু ক্ষমতার কথা ভাবে, জনগণকে নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই।”

জানা গিয়েছে, চলতি মাসের ১৩ তারিখে এই ঘটনাটি ঘটে। তারপর থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই সব মহলে নিন্দার ঝড় ওঠে নড়চড়ে বসে প্রশাসন। তারপরই এফআইআর দায়ের করা হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিবাদমান দুই পক্ষকে পরস্পরের থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।

আরও পড়ুন Amit Shah on Repealing Farm law: ‘অসাধারণ রাষ্ট্রনায়কত্বের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী’, কৃষি আইন প্রত্যাহার নিয়ে মোদীর প্রশংসায় অমিত শাহ

আরও পড়ুন Mamata Banerjee’s Reaction on Repealing Farm Laws: ‘এই জয় আপনাদের’, টুইটে আন্দোলনকারী কৃষকদের শুভেচ্ছাবার্তা মমতার

Next Article