Manik Bhattacharya: এবার আর মিলল না ‘সুপ্রিম রক্ষাকবচ’, ED কব্জায় থাকতে হবে মানিককে

Manik Bhattacharya: আপাতত এই মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। ফলে, ইডি হেফাজত থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।

Manik Bhattacharya: এবার আর মিলল না 'সুপ্রিম রক্ষাকবচ', ED কব্জায় থাকতে হবে মানিককে
মানিক ভট্টাচার্য
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2022 | 2:57 PM

নয়া দিল্লি : শীর্ষ আদালতে গিয়েও কোনও স্বস্তি মিলল না। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের করা আবেদনে সুপ্রিম কোর্ট কোনও হস্তক্ষেপ করল না। রক্ষাকবচ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার করা হল, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চের তরফে জানানো হল, আপাতত আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করবে না। কার্যত খারিজ হয়ে গেল মানিকের আবেদন। আগামী সোমবার ফের এই মামলার শুনানি রয়েছে।

গত সোমবার রাতে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় প্রাক্তন পর্ষদ সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে। তাঁর বিরুদ্ধে বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছিল আগেই। শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে চার্জশিট পেশ করেছে ইডি, তাতেও নাম রয়েছে মানিকের। তাই বেশ কিছুদিন ধরেই গোয়েন্দাদের নজরে ছিলেন মানিক। কিন্তু পুজোর আগে সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েছিলেন মানিক ভট্টাচার্য। তাই গ্রেফতারির বিরোধিতা করে ফের আদালতের দ্বারস্থ হন মানিক।

যে মামলায় রক্ষাকবচ রয়েছে, সেই একই মামলায় মানিককে গ্রেফতার করেছে ইডি। এই গ্রেফতারি সম্ভব কি না, সেই প্রশ্ন তুলে আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী মুকুল রোহাতগি। মঙ্গলবারই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় ওই দিন শুনানি হয়নি। বুধবার সকালে ছিল শুনানি। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করায় আপাতত ইডি হেফাজতেই থাকতে হচ্ছে মানিককে।

এর আগে নিয়োগের পরীক্ষার ওএমআর শিট সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় মানিককে গ্রেফতার করার অনুমতি দিয়েছিলেন সিবিআইকে। সিবিআই দফতরে হাজিরা দেওয়ার সময়ও বেঁধে দেওয়া হয়েছিল মানিককে। কিন্তু সে দিন সিবিআই দফতরে হাজিরা দেননি মানিক। এরপরই রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই মামলাতেই গ্রেফতার হয়েছেন মানিক। মঙ্গলবারও রাতভর জেরা করা হয়েছে তাঁকে। নিয়োগ দুর্নীতিতে মানিকের হাত কতদূর ছিল, তা জানতে তৎপর ইডি।