VIDEO: ট্রেনে নয়, ট্রেনের চাকায় চেপে ২৯০ কিমি সফর! কালি মাখা মুখে সরল উত্তরটা শুনলে চোখে জল আসবেই…

Train travel: ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করাতেই তিনি জানান, এভাবেই চাকার মাঝে ঝুলে ঝুলে এসেছেন তিনি। তাও আবার একটা-দুটো স্টেশন নয়। ২৯০ কিলোমিটার পথ অতিক্রম করে এসেছেন। কেন এতটা ঝুঁকি নিলেন তিনি?

VIDEO: ট্রেনে নয়, ট্রেনের চাকায় চেপে ২৯০ কিমি সফর! কালি মাখা মুখে সরল উত্তরটা শুনলে চোখে জল আসবেই...
ট্রেনের চাকায় চেপে সফর।Image Credit source: X
Follow Us:
| Updated on: Dec 29, 2024 | 12:14 PM

ভোপাল: ট্রেনে কত কিছুই না ঘটনা ঘটে। তার মধ্য়ে হাতে গোনা কিছু জিনিসই সামনে আসে, খবর হয়। তবে এমন ঘটনা হয়তো আগে হয়নি। ট্রেনের রক্ষণাবেক্ষণের রুটিন পরীক্ষা করতে গিয়ে আঁতকে উঠলেন রেলকর্মীরা। দেখলেন, ট্রেনের চাকার মাঝে ঝুলছে এক জোড়া পা। ডাকাডাকি করতেই কালি-ঝুলি মাখা এক ব্যক্তি বেরিয়ে এলেন। তাঁর চোখে-মুখে ভয়, আতঙ্ক। ট্রেনের নীচে কী করছিলেন ওই ব্যক্তি?

ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করাতেই তিনি জানান, এভাবেই চাকার মাঝে ঝুলে ঝুলে এসেছেন তিনি। তাও আবার একটা-দুটো স্টেশন নয়। ২৯০ কিলোমিটার পথ অতিক্রম করে এসেছেন। কেন এতটা ঝুঁকি নিলেন তিনি? ভাসা ভাসা চোখ, সরল মুখে বললেন, “কারণ আমার কাছে টিকিট কাটার পয়সা নেই।”

মধ্য প্রদেশের জব্বলপুরে পৌছয় দানাপুর এক্সপ্রেস। সেখানে রেলের ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপার্টমেন্টের তরফে কয়েকজন কর্মী ট্রেন পরীক্ষা করতে আসেন। তারাই দেখতে পান ট্রেনের চাকার ফাঁকে কেউ একজন ঢুকে রয়েছেন।

জানা যায়, ওই ব্যক্তি ইতারসি স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন। বলা ভাল, ট্রেনের কামরার নীচে ঢুকে পড়েন। ওভাবেই তিনি জব্বলপুর পর্যন্ত আসেন। রেলের তরফে ওই ব্যক্তিকে আরপিএফের হাত তুলে দেওয়া হয়েছে।