আদৌই কি আটক করা হয়েছে মেহবুবা মুফতিকে, বিতর্ক ভিডিয়ো ঘিরে

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 08, 2020 | 10:31 PM

আজ সকালে তিনি টুইটে লেখেন,"বিরোধীদের রোখার জন্য অবৈধভাবে আটক করা ভারত সরকারের প্রিয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাকে ফের একবার আটক করা হয়েছে কারণ আমি বাডগাম যেতে চেয়েছিলাম, যেখানে কয়েকশো পরিবারকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে।"

আদৌই কি আটক করা হয়েছে মেহবুবা মুফতিকে, বিতর্ক ভিডিয়ো ঘিরে
বাড়িতে আটক করে রাখার অভিযোগ আনলেন মেহবুবা মুফতি। ছবি: সংগৃহীত।

Follow Us

শ্রীনগর: তবে কি ফের আটক জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti)! টুইটারে আজ সকালে নিজেই একটি ভিডিয়ো পোস্ট করে তিনি দাবি করেন, সরকার ফের একবার তাঁকে আটক (Detain) করে রেখেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, তিনি বাইরে যাওয়ার জন্য গেট খোলার কথাও বলছেন। কিন্তু অপরদিক থেকে মিলছে না কোনও সাড়া।

২০১৯ সালে জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir)-র বিশেষ মর্যাদা (Special Status) তুলে নেওয়ার পরই সমস্ত কাশ্মীরী নেতাদের গৃহবন্দি করে রেখেছিল কেন্দ্র। ১৪ মাস পর গত ১৩ অক্টোবর তাঁদের সেই বন্দিদশা কাটিয়ে বাইরে আসার অনুমতি দেওয়া হয়। দুই মাসও কাটেনি, এরইমধ্যে ফের একবার বাড়িতেই আটক করে রাখার অভিযোগ তুললেন মেহবুবা মুফতি (Mehbooba Mufti)।

আজ সকালে তিনি টুইটে লেখেন,”বিরোধীদের রোখার জন্য অবৈধভাবে আটক করা ভারত সরকারের প্রিয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাকে ফের একবার আটক করা হয়েছে কারণ আমি বাডগাম যেতে চেয়েছিলাম, যেখানে কয়েকশো পরিবারকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে।”
ভিডিয়ো সহ পরবর্তী টুইটে তিনি লেখেন,”বিনা প্রশ্নেই ভারত সরকার জম্মু-কাশ্মীরের জনগণের উপর অত্যাচার ও জুলুম অব্যাহত রাখতে চায়।”

বাড়িতে আটক হয়ে থাকার দাবি জানালেও বিতর্ক সৃষ্টি হয়েছে মেহবুবা মুফতির পোস্ট করা ভিডিয়ো ঘিরেই। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, দরজাটি বাড়ির ভিতর থেকেই আটকানো। বাড়ির ভিতরেই নিরাপত্তারক্ষী সহ বেশ কয়েকজন উপস্থিতও রয়েছেন। তিনি দরজায় ধাক্কা দিয়ে বলছেন,”দরজা খুলুন, আমি বাইরে যাব..কীসের ভিত্তিতে আমায় আটক করা হয়েছে? আমায় কাগজ দেখান।” যদিও দরজার ওপার থেকে কোনও জবাবই মেলেনি।

আরও পড়ুন: ‘আরোগ্য সেতুর’ পর ‘কো-উইন’, ভ্যাকসিন পেতে কেন্দ্রের নয়া অ্যাপ

বিতর্ক উসকায় তাঁর পরবর্তী মন্তব্যেও। ভিডিয়োয় শোনা যায় মুফতি বলছেন,”এরপর উপরাজ্যপাল ও অন্যান্যরা বলবে আমায় আটক করা হয়নি। কোনধরনের মজা এটা!”

কৃষক আন্দোলন ঘিরে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav) ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)-কে গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠেছে। তবে দিল্লি পুলিস মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রাখার অভিযোগ নস্যাৎ করেছে। তবে মেহবুবা মুফতিকে আটক করার বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি পুলিস বা প্রশাসনের তরফে।

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাস নিশ্চিত করুক সরকার, নির্দেশ বম্বে হাইকোর্টের

Next Article