‘আরোগ্য সেতুর’ পর ‘কো-উইন’, ভ্যাকসিন পেতে কেন্দ্রের নয়া অ্যাপ
করোনা ভ্যাকসিন সংরক্ষণ, তথ্য সংগ্রহ ও ভ্যাকসিন পাওয়ার জন্য সাধারণ মানুষের নাম নথিভুক্ত করার পদ্ধতি- যাবতীয় বিষয়কে একজায়গায় আনতে চলেছে কো-উইন (Co-WIN) নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম।
নয়া দিল্লি: করোনা ভ্যাকসিন (COVID-19 Vaccine) নিয়ে কোমর বেঁধে লেগে পড়েছে সরকার, হাতেনাতে মিলছে তার প্রমাণও। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan) জানান, করোনা ভ্যাকসিন সংরক্ষণ, তথ্য সংগ্রহ ও ভ্যাকসিন পাওয়ার জন্য সাধারণ মানুষের নাম নথিভুক্ত করার পদ্ধতি- যাবতীয় বিষয়কে একজায়গায় আনতে চলেছে কো-উইন (Co-WIN) নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। ভ্যাকসিনের আমদানি থেকে বন্টন- সম্পূর্ণ প্রক্রিয়াটির উপরই নজরদারি করবে কো-উইন।
সাংবাদিক বৈঠকে রাজেশ ভূষণ বলেন,”কো-উইন ডিজিটাল প্ল্যাটফর্মের একটি অঙ্গ হল মোবাইল অ্যাপ্লিকেশন, যা বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এই অ্যাপের মাধ্যমে টিকা সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে রাখা হবে। কেউ টিকা নিতে চাইলে তাঁরা নিজেদের নাম এই অ্যাপের মাধ্যমে নথিভুক্ত করতে পারেন। কো-উইন অ্যাপে মোট পাঁচটি ভাগ রয়েছে, -প্রশাসক মডিউল (Administration Module), রেজিস্ট্রেশন মডিউল (Registration Module), টিকাকরণ মডিউল (Vaccination Module), বেনিফিশারি অ্যাকনলেজমেন্ট মডিউল (Beneficiary Acknowledgement Module) ও রিপোর্ট মডিউল (Report Module)।”
তিনি জানান, প্রশাসক মডিউলে যারা ভ্যাকসিন দেবেন, তারা ভ্যাকসিনের সময়সীমা নির্ধারণ করতে পারবেন। এই মডিউলের সাহায্যে ভ্যাকসিনের সময়সীমা অনুযায়ী ভ্যাকসিন নিতে আগ্রহীদের ও ম্যানেজারদের জানানো হবে। রেজিস্ট্রেশন মডিউলে সাধারণ মানুষদের তথ্য সংগ্রহ করা হবে। যাদের কো-মর্ডিবিটি (Co-Mordibity) রয়েছে, তাদের তথ্য স্থানীয় প্রশাসনের কাছ থেকে সংগ্রহ করে আপলোড করা হবে এই মডিউলে।
আরও পড়ুন: করোনা নয়, অন্ধ্র প্রদেশে অজানা রোগ ছড়াচ্ছে জল থেকে!
টিকাকরণ মডিউলে যারা ভ্যাকসিন নিতে ইচ্ছুক, তাদের যাবতীয় তথ্য যাচাই করা হবে এবং টিকাকরণের দিনক্ষণ সম্পর্কে জানানো হবে। একইসঙ্গে বেনেফিশারি অ্যাকনলেজমেন্ট মডিউল থেকে উপভোক্তাদের মেসেজ পাঠানো হবে। ভ্যাকসিন নেওয়ার পর একটি কিউআর (QR) নির্ভর সার্টিফিকেটও দেওয়া হবে।
রিপোর্ট মডিউলে ভ্যাকসিন দেওয়ার জন্য কতগুলি সেশনের আয়োজন করা হয়েছে, কতজন ভ্যাকসিন নিয়েছেন এবং কতজন নিতে অস্বীকার করেছেন, সেই বিষয়ে যাবতীয় তথ্য নথিভুক্ত থাকবে। কোল্ড স্টোরেজ (Cold Storage)-র তাপমাত্রাও প্রধান সার্ভারে নিয়মিত পাঠাতে থাকবে এই অ্যাপ।
আরও পড়ুন: ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ার আগেই কি করোনা টিকার ছাড়পত্র! বৈঠক আগামিকাল